বিগ বস ১৩-এ (Bigg Boss 13 Sidharth Shukla-Shehnaaz Gill) একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল৷ সেখান থেকেই একে অপরের সঙ্গে তৈরি হয় গভীর রসায়ন৷ যার সাক্ষী ছিল দর্শক৷ দর্শকরা ভালবেসে তাদের সিডজান জুটি হিসেবে চিনত৷ সিদ্ধার্থ সবসময় থাকতেন শহনাজের পাশে, তাঁকে আগলে রাখতেন৷ তাঁদের একবার ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গিয়েছিল৷ গত মাসে টেলিভিশনের রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৩ ও বিগ বস ওটিটি-তে দেখা গিয়েছিল এই জুটিকে। রিয়ালিটি শো-তেও পারফর্ম করেছিলেন তাঁরা একসঙ্গে। শোনা গিয়েছিল যে সিদ্ধার্ত-শেহনাজ বিয়ের (Sidharth Shukla-Shehnaaz Gill love relationship) কথাও ভাবছিলেন৷ কিন্তু সেই সব এখন অতীত৷ সিদ্ধার্থের স্মৃতিই এখন সম্বল শেহনাজের৷
তাই তো বিশেষ বন্ধুকে শেষ বিদায় (Sidharth Shukla cremation) জানাতে এসে ভেঙে পড়লেন শেহনাজ৷ কথা বলার অবস্থাতেও তিনি ছিলেন না৷ ওশিওয়ারা শ্মশানে (Oshiwara crematorium) শেষকৃত্য সিদ্ধার্থ শুক্লার৷ সেখানে উপস্থিত সিদ্ধার্থের মা৷ রয়েছেন পরিবারের আরও অনেকে৷ তাঁর ইন্ডাস্ট্রির অনেকেও উপস্থিত হয়েছে৷ রয়েছেন শেহনাজও৷ তবে অন্যরা নিজেদের কিছুটা সামলে নিলেও শেহনাজের অবস্থা বড় করুণ৷
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (RIP Sidharth Shukla)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ঘুম থেকে ওঠেন তিনি। মাকে বুকে ব্যথার কথা জানান তিনি। চিকিৎসকও ডাকা হয়৷ তবে শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়৷