TRENDING:

বিয়ে করতে চলেছেন ‘মকড়ি’ তারকা শ্বেতা বসু প্রসাদ

Last Updated:

তড়তড় করে বড় হয়ে গেল মেয়েটা ৷ এই তো সেদিন ‘মক্ষী’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পীর জাতীয় পুরস্কার পুরেছিল পকেটে ৷ আজ বিয়ে করতে চলেছেন সেই ছোট্ট মেয়ে ৷ শ্বেতা বসু প্রসাদ ৷ দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পরিচালক রোহিত মিত্তলকেই জীবসঙ্গী করতে চলেছেন শ্বেতা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তড়তড় করে বড় হয়ে গেল মেয়েটা ৷ এই তো সেদিন ‘মকড়ি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পীর জাতীয় পুরস্কার পুরেছিল পকেটে ৷ আজ বিয়ে করতে চলেছেন সেই ছোট্ট মেয়ে ৷ শ্বেতা বসু প্রসাদ ৷ দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পরিচালক রোহিত মিত্তলকেই জীবনসঙ্গী করতে চলেছেন শ্বেতা ৷
advertisement

আলিয়া ভাট-বরুণ ধওয়ানের ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতে শেষ দেখা মিলেছিল ২৭ বছরের শ্বেতার ৷ তারপর থেকে বহুদিন পর্দার বাইরে ৷ কিন্তু তা বলে জীবন থেমে থাকেনি ৷ রোহিতের সঙ্গে চুটিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি ৷ দু’জনের সোশ্যাল অ্যাকাউন্টে উঁকি মারলেই তার প্রমাণ মেলে যথেষ্ট ৷ কখনও হলিডে কখনও বা ডিনার ডেট ৷ কিন্তু কী ভাবে হয়েছিল শুরুয়াত ?

advertisement

আরও পডুন: কেন মদ-সিগারেটের বিজ্ঞাপন করেন না, এতদিনে খোলসা করলেন অমিতাভ

সম্প্রতি টাইমসের এক সাক্ষাৎকারে শ্বেতা জানালেন, চার বছর ধরে একে অপরকে ডেট করেছেন তাঁরা ৷ শেষ পর্যন্ত গত বছর গোয়ায় রোহিতকে তিনিই প্রথম প্রপোজ করেন ৷ না করার কোনও কারণ ছিল না ৷ পরে পুণেতে রোহিত প্রস্তাব নিয়ে যান শ্বেতার কাছে ৷ সম্মতি ছিল দু’পক্ষেই ৷ অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন যুগলে ৷ তবে সাক্ষাৎকারে শ্বেতা জানান, তাঁরা দু’জনেই খুব প্রাইভেট পার্সন ৷ ফলে বিয়ে হবে ব্যক্তিগত পরিসরেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

রোহিত আর শ্বেতা ৷ ছবি :ইনস্টাগ্রাম ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করতে চলেছেন ‘মকড়ি’ তারকা শ্বেতা বসু প্রসাদ