TRENDING:

সইফ-কন্যা সারার সঙ্গে ফ্লার্ট করেছিলেন ইউটিউবার দানিশ, হল ভয়ানক মৃত্যু ! সামনে এল মারাত্মক ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিখ্যাত ইউটিউবার দানিশ জিহান ৷ গোটা দেশের টিনএজ গ্রুপের মেয়েরা যাঁর জন্য পাগল ছিলেন ৷ গাড়ি দুর্ঘটনায় ২১ বছর বয়সী দানিশের মৃত্যু ঘটেছে ৷ এই খবরে দানিশের ভক্তদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন সেলেবরাও ৷
advertisement

এক বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন দানিশ ৷ আর মাঝপথেই তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে ৷ মুহূর্তেই গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানেই দানিশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে, বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: বিখ্যাত বলি অভিনেতার স্ত্রী ইনি , বলুন তো কে ? চিনতে পারেননি সেলেব স্বামীও !

advertisement

দানিশ তাঁর হেয়ার স্টাইল এর জন্য বেশি ইউটিউবে ফেমাস করেছিলেন নিজেকে এবং ইনস্টাগ্রামেও তাঁর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা প্রচুর ছিল। কিছুদিন আগে এম টিভি শো ‘এস অফ স্পেশ’-এও তাঁকে দেখা যায় ৷ আর সেখানে একটি ভিডিওতে সইফ আলি খানের মেয়ে সারা আলি খান এসেছিলেন সেই শোয়ে ৷ আর সেখানেই সারার সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছিল দানিশকে ৷

advertisement

আর দানিশের মৃত্যুর খবর পেয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দানিশের একটি ভিডিও শেয়ার করলেন সারা ৷ এর পাশাপাশি একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ যেখানে দেখা গিয়েছে ঠিক কীভাবে দানিশের গাড়িটি রাস্তার উপর দাঁড়িয়ে থাক একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারল ৷ দেখুন সেই ভিডিও-

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রাণ দিলেন দেশের জন্য! ঘরে ফিরলেন জওয়ান
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সইফ-কন্যা সারার সঙ্গে ফ্লার্ট করেছিলেন ইউটিউবার দানিশ, হল ভয়ানক মৃত্যু ! সামনে এল মারাত্মক ভিডিও