TRENDING:

সিঁথিতে সিঁদুর-হাতে সুহাগ চূড়া, স্বামীকে প্রণাম করে-জল খেয়ে উপোস ভাঙলেন শিল্পা শেট্টি, ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

বিগত ১১ বছর ধরেই স্বামীকে নিজের সব কিছু মেনে আসছেন শিল্পা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ১১ বছর ধরে এই দিনটি সেই মানুষটার জন্যই নিবেদিত যিনি সামান্য থেকে অতি বড় সব বিষয়েই পাশে দাঁড়ান তাঁর জন্যই আজকের দিন সমর্পিত তিনি আর কেউই নন শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজকুন্দ্রা ৷ জীবনের প্রতিটি মুহূর্তেই স্বামীর ভালবাসা পেয়ে আজ শিল্পা অনেক ধনী ৷ আগামী বছর গুলিতেও যেন এইভাবেই পতি সেবা করতে পারেন ৷ সেই বিষয়েই শিল্পা প্রার্থনা করছেন ৷
advertisement

পতিব্রতা নারীর মতই এইবারও তিনি করবা চৌথের ব্রতপালন করেছেন ৷ তাঁর করবা চৌথের ব্রতপালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ সারাদিন ধরে উপোস করে সন্ধেবেলায় স্বামীর মঙ্গলে চাঁদ দেখেই উপোস ভেঙেছেন শিল্পা ৷ ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে হিন্দু এয়ো স্ত্রীদের স্বামীর মঙ্গল কামনা করে নিষ্ঠার সঙ্গে সমস্ত রীতিনীতি মেনেছেন ৷ স্বামীকে প্রণাম করে স্বামীর হাতের জলপান করে উপোস ভেঙেছেন তিনি, নিষ্ঠা সহকারে সমস্ত রীতি পালন করেছেন শিল্পা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্বামী রাজ কুন্দ্রাও স্ত্রীর এই ভক্তি শ্রদ্ধার প্রতি কুর্নিশ জানিয়েছেন ৷ স্ত্রীকে ভালবেসে নিজের হাতে জল খাইয়ে তাঁর উপোসকে স্বীকৃতি দিয়েছেন ৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক নজরে দেখে নেওয়া যাক শিল্পা শেট্টির করবা চৌথের ভাইরাল ভিডিও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁথিতে সিঁদুর-হাতে সুহাগ চূড়া, স্বামীকে প্রণাম করে-জল খেয়ে উপোস ভাঙলেন শিল্পা শেট্টি, ভিডিও সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল