আবু মালিক এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সিদ্ধার্থ শুক্লা শেহনাজ গিলকে ভালোবাসতেন। এমনকী শেহনাজ নাকি তাঁকে সিদ্ধার্থের সঙ্গে তাঁদের বিয়ের ব্যাপারে কথাও বলতে বলেছিলেন। তিনি বলেন, “শেহনাজ আমাকে ২২ মার্চ, ২০২০-সালে এই কথা বলেছিলেন- মনে হয় প্রথম লকডাউনের ঠিক এক দিন আগে এই কথা ওঁ আমাকে বলেছিল" তাঁদের ভেতরে একটা দারুন কেমেস্ট্রি ছিল বলে আবু স্বীকার করেন। প্রায় সিদ্ধার্থের সঙ্গে ফোনে কথা হত বলে আবু জানিয়েছেন। এমনকি দুই থেকে তিনদিন আগেও তাঁদের কথা হয়েছে।
advertisement
আরও পড়ুন: 'অসময়ে চলে গেলে', সিদ্ধার্থের অকালপ্রয়াণে মন খারাপ সলমানের!
বিগ বস ১৩-র ঘর থেকে বেরিয়ে সিদ্ধার্থ এবং শেহনাজ ডেটিং করছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে দুজনের একজনও তাঁদের সম্পর্কের কথা জন সমক্ষে প্রকাশ করেননি। তাবে তাঁদের ভক্তকূল 'সিডনাজ' হিসেবেই সবসময় ডেকে এসেছে। কিছুদিন আগে Bigg Boss OTT-তেও সিদ্ধার্থ-শেহনাজ জুটি কামাল দেখিয়েছে।
কিন্তু, বৃপস্পতিবার এক নিমেষে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বিগ বস ১৩ (Bigg Boss 13)-তে জয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সুত্রে খবর, নিজের মুম্বইয়ের বাড়িতে ঘুমাচ্ছিলেন সিদ্ধার্থ। মায়ের সঙ্গেই থাকতেন অভিনেতা। সকালে ঘুম থেকে না ওঠার কারণে হইচই পড়ে যায়। তড়িঘড়ি তাঁকে বাড়ির কাছাকাছি কুপার হাসপাতালে (Cooper Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু, হাসপাতালে নিয়ে গিয়েও কিছু করা যায়নি। চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে সিদ্ধার্থের। এই খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগৎ সহ সিদ্ধার্থের আনুরাগী মহলে শোক নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় নানা মহলের শোক বার্তা ভেসে ওঠে।
এই ঘটনার পরই খবর যায় সিদ্ধার্থের বিশেষ বান্ধবী শেহনাজ গিলের কাছে। খবর শুনেই কান্নায় ভেঙ্গে পড়েছেন অভিনেত্রী শেহনাজ গিল। শুটিং বাতিল করেছেন। তাঁর জীবনে এমন খবর তিনি আশা করেন নি হয়তো কখনই! এমন খবরে অসুস্থ হয়ে পড়েছেন শেহনাজ। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgn), মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) সহ আরও অন্য় তারকারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে সিদ্ধার্থের দেহের ময়না তদন্তের পরই তাঁর মৃত্যুর কারণ পরিষ্কার করে জানানো হবে।