ভিডিওতে দেখা গিয়েছে, ফিল্টার ও রিয়ালিটি দেখাতে নিজের মুখ নিয়েই পরীক্ষানিরীক্ষা করেছেন শানায়া। কখনও ফিল্টারে দেখিয়েছেন নিজের রূপ, পাশেই রেখেছেন তাঁর আসল চেহারা। ভিডিও শেয়ার করে বিবরণে লিখেছেন, 'নিজের আসল সত্ত্বাকেই বিশ্বের সামনে তুলে ধরুন'। যদিও তাতে সমালোচনা করতে ছাড়েননি কেউ কেউ। অনেকেরই মতে, রিয়ালিটির ভিডিওতেও মেক-আপ করেই বসেছেন তিনি। তবে প্রশংসাও করেছেন অনেকে। শানায়ার মা মহীপ কাপুর লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন মেয়ের পোস্টে।
advertisement
কয়েকদিন আগেই বলিউড পরিচালক করণ জোহর জানিয়েছেন, তিনি শানায়াকে তাঁর পরের ছবিতে লঞ্চ করতে চলেছেন। ইনস্টাগ্রামে করণ এক ভিডিও এবং ছবি শেয়ার করে লিখলেন, 'আরেক সুন্দরী আমাদের দলে ঢুকে পড়ল৷ ওর পরিশ্রম, ওর স্টাইল আমাকে মুগ্ধ করার মতো৷ জুলাইতেই আসছে শানায়া কাপুর!' ইন্টারনেটে এই খবর আসতেই হইচই পড়ে গিয়েছে৷ নেটিজেনরা ফের করণকে চেপে ধরেছেন নেপোটিজমের অভিযোগে৷ সোজা তুলে নিয়ে এসেছেন সুশান্ত সিং রাজপুতের ঘটনাও।
করণ জোহরের হাতে বলিউডে পর পর এসেছেন বহু স্টারকিড৷ লঞ্চ হয়েছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট৷ প্রথম ছবি থেকেই নজর কাড়েন এই তিনজন৷ এরপর টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়াকেও বলিউডে নিয়ে আসেন তিনি৷ চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকেও লঞ্চ করেছেন করণ।