TRENDING:

গৌরি খান ও শাহরুখ তাঁদের অফিসকেই বানিয়ে ফেললেন কোয়ারেন্টাইন সেন্টার ! দেখুন ভিডিও

Last Updated:

গৌরি খান ও শাহরুখ দুজনে মিলে এবার সাজিয়ে ফেললেন তাঁদের অফিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনায় ধুকছে গোটা দেশ। এই সময় সরকারের এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই। অক্ষয় কুমার, সলমন খান, হৃতিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়ার মতো শিল্পীরা এগিয়ে এসেছেন। নানা রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁরা। পিছিয়ে নেই বলিউডের কিং খানও। অর্থ দিয়ে সাহায্যের পাশাপাশি নিজের অফিসটাই দিয়ে দিয়েছেন শাহরুখ।
advertisement

গৌরি খান ও শাহরুখ দুজনে মিলে এবার সাজিয়ে ফেললেন তাঁদের অফিস। গোটা অফিসটাকে রাতারাতি বানিয়ে ফেললেন কোয়ারেন্টাইন সেন্টার। বেড দিয়ে ভাল ব্যবস্থা করে সাজিয়ে ফেললেন অফিস। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গৌরি বলেন, "সাধারণ মানুষের চিকিৎসার জন্য তৈরি কোয়ারেন্টাইন সেন্টার।" তাঁদের এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছে নেট দুনিয়া।

বাংলা খবর/ খবর/বিনোদন/
গৌরি খান ও শাহরুখ তাঁদের অফিসকেই বানিয়ে ফেললেন কোয়ারেন্টাইন সেন্টার ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল