TRENDING:

শহিদকে বিয়ে না করলে কাকে ডেট করতেন মীরা?

Last Updated:

তাঁদের সম্পর্কের রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বলিউডের মোস্ট রোম্যান্টিক কাপলদের তালিকাতেও তাঁরাই লাইম লাইটে ৷ আর কেউ নয়, কথা হচ্ছে শাহিদ কাপূর ও মীরা রাজপুতকে নিয়ে ৷ কিন্তু সেই দম্পতির মুখেই এমন কথা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাঁদের সম্পর্কের রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বলিউডের মোস্ট রোম্যান্টিক কাপলদের তালিকাতেও তাঁরাই লাইম লাইটে ৷ আর কেউ নয়, কথা হচ্ছে শাহিদ কাপূর ও মীরা রাজপুতকে নিয়ে ৷ কিন্তু সেই দম্পতির মুখেই এমন কথা!
advertisement

হ্যাঁ, মীরার ডেট করার কথা এ বার নিজের মুখে স্বীকার করলেন খোদ শাহিদ ৷ বিয়ে না করলে নাকি সেই ব্যাক্তির সঙ্গেই ডেট করতেন মীরা, সম্প্রতি এমন কথাই জানালেন শাহিদ ৷

‘ভোগ’ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শাহিদ-মীরা ৷ সেখানে ছিলেন নেহা ধুপিয়াও ৷ সাক্ষাৎকারের সময় নেহা ধুপিয়া মীরাকে প্রশ্ন করেন, বিয়ে না হলে তিনি কাকে ডেট করতেন? কিন্তু মীরা উত্তর দেওয়ার আগেই চটজলদি এই প্রশ্নের উত্তর দেন শাহিদ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

আন্দাজ করতে পারছেন সেই ব্যক্তি কে? শাহিদ কাপূর নিজেই জানিয়েছেন তিনি দিল্লির বাসিন্দা ৷ এখনও বুঝতে পারলেন না? তা হলে বলেই দেওয়া যাক ৷ তিনি আর কেউ নন, সিদ্ধার্থ মালহোত্র ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
শহিদকে বিয়ে না করলে কাকে ডেট করতেন মীরা?