রাতে মুম্বইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে ছিল এনগেজমেন্ট পার্টি। পরিবারের সদস্যরা ছাড়া হাজির ছিলেন বলিটাউনে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরা। এসেছিলেন আলিয়া ভাট, সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা। সঞ্জয় লীলা বনসালি, বিশাল ভরদ্বাজ আর করণ জোহরকে নিমন্ত্রণ করেছিলেন প্রিয়াঙ্কা। সঞ্জয়, বিশাল এলেও, করণ আসেননি। ফুলের বুকে পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
সোশ্যাল মিডিয়ায়-ও নিক-প্রিয়াঙ্কার জন্য অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে। শুধু ভক্তরাই নন, শুভেচ্ছা জানিয়েছেন বলিউড, হলিউড স্টারেরাও ! বাদ যাননি, প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরও! বললেন, '' প্রিয়াঙ্কা আর নিককে অনেক অনেক অভিনন্দন । বিয়ের মতো সুন্দর জিনিস এই দুনিয়ায় আর কিছু নেই। আমার বিয়ের পর তা আমি আরও ভাল করে বুঝেছি। ''
একসময়ে বলিটাউনে কান পাতলেই শোনা যেত শাহিদ-প্রিয়াঙ্কার প্রেমকাহিনি নিয়ে নানা জল্পনা-কল্পনা! 'থার্টি সিক্স চায়না টাউন', 'তেরি মেরি কাহানি' আর 'কমিনে'-তে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও বাহবা কুড়িয়েছিল। তবে, অল্পদিনের মধ্যেই বে-লাইন হয়ে গেল তাঁদের প্রেমের রেল-গাড়ি! প্রিয়াঙ্কাকে ভুলে, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করলেন শাহিদ । প্রিয়াঙ্কাও শাহিদের প্রেমে শহিদ হয়ে কাজে ডুব দিলেন ! পাড়ি দিলেন হলিউডও ! এদেশে আসা প্রায় ছেড়েই দিয়েছিলেন। অবশেষে তাঁর 'তনহাই' কাটাতে এন্ট্রি নিলেন নিক ! এবার আর বেশি দেরী করলেন না 'দেশি গার্ল' ! গত বছর 'মেট গালায়' প্রথম আলাপের পর, এবছরই নিক-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন!