তবে নিউজ ১৮-এর কাছে এক্সক্লুসিভ রিপোর্ট এসেছে শাহরুখ খানের পরবর্তী পদক্ষেপ নিয়ে (Shah Rukh Khan Pathan Shooting | Exclusive)। জানা গিয়েছে, আরিয়ানের জন্মদিন আগামী ১৩ নভেম্বর। তার পরেই 'পাঠান' ও দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমারের পরের ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করবেন বাদশা। আরিয়ানের গ্রেফতার হওয়ার পর থেকে নিজের সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন শাহরুখ। ধীরে ধীরে ছন্দে ফিরতে চাইছেন তিনি। ফলে ছেলের জন্মদিনকে টার্গেট করে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তবে খুব শীঘ্রই নিজের পরে থাকা কাজগুলি শেষ করতে চলেছেন অভিনেতা।
advertisement
আরও পড়ুন: করোনা আক্রান্ত আরিয়ান খান? NCB-র ডাকে হাজিরা দিলেন না শাহরুখ-পুত্র!
সূত্রের খবর, 'যশ রাজ ফিল্মসকে পাঠানের শ্যুটিং শুরু করার জন্য বলেছেন শাহরুখ খান। আরিয়ানের জামিনের পরই স্বস্তিতে রয়েছেন তিনি। কাজ শুরুর আগে অবশ্য পরিবারের সঙ্গে একেবারে ব্যক্তিগত ভাবে কিছু সময় কাটাতে চেয়েছিলেন শাহরুখ। আগামী মাসেই স্পেনে পাঠানের শ্যুটিংয়ের জন্য উড়ে যাবে বাদশা। সামনের মাস থেকেই শ্যুটিং শুরু করে ফেলার সম্ভাবনা রয়েছে।' ইতিমধ্যেই যশ রাজের প্রযোজনা সংস্থার তরফে স্পেনের কয়েকটি জায়গায় রেকি করে শ্যুটিংয়ের জন্য ঠিক করা হয়েছে। পাঠান ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: 'জেলে শুধু বিস্কুট খেয়ে কাটিয়েছে আরিয়ান', ছেলের মুক্তির পর শাহরুখের প্রথম ছবি প্রকাশ্যে!
আরও পড়ুন: জামিন পেলেও হাজিরার নির্দেশ, NCB-র কাছে শাহরুখ পুত্র আরিয়ানকে দেখতে উপচে পড়া ভিড়! দেখুন
২০১৮ সালে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জিরো' ছবিেত কাজ করার পর কোনও ছবিতে এখনও দেখা যায়নি শাহরুখকে। ফলে ভক্তদের দীর্ঘ অপেক্ষা রয়েছে শাহরুখের কামব্যাক ছবি নিয়ে। তার মধ্যে আরিয়ানের মাদক মামলায় গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শাহরুখ। কাজ বন্ধ রেখেছিলেন অনন্তকালের জন্য। তবে শেষ পর্যন্ত রোম্যান্সিং কিংয়ের ভক্তদের জন্য সুখবরটা চলেই এল।