TRENDING:

Shah Rukh Khan | Chunky Pandey: শাহরুখ এক‌টি কারণের জন্যই চাঙ্কি পাণ্ডের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন

Last Updated:

Shah Rukh Khan | Chunky Pandey: স্টারকিড সুহানা খানের (Suhana Khan) সঙ্গে অনন্যা পাণ্ডের (Ananya Pandey) বন্ধুত্বের কথা প্রায় সকলেই জানেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: স্টারকিড সুহানা খানের (Suhana Khan) সঙ্গে অনন্যা পাণ্ডের (Ananya Pandey) বন্ধুত্বের কথা প্রায় সকলেই জানেন। দুজনের বন্ধুত্ব যে বেশ গাঢ় তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। সুহানা ও অনন্যার তারকা-পিতা অর্থাৎ শাহরুখ খান ও চাঙ্কি পাণ্ডের (Chunky Pandey) মধ্যেও সম্পর্ক ভালো। বহুবার চাঙ্কির বিষয়ে নানা ভালো কথা বলেছেন শাহরুখ। ২০০৫ সালে রিয়্যালিটি শো ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন-এ শাহরুখ একটি মজার গল্প বলেছিলেন। সেই সময়েও তিনি বলেছিলেন, চাঙ্কি তাঁর খুব ঘনিষ্ঠ।
শাহরুখ এক‌টি কারণের জন্যই চাঙ্কি পাণ্ডের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন
শাহরুখ এক‌টি কারণের জন্যই চাঙ্কি পাণ্ডের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন
advertisement

দিল্লি থেকে মুম্বই আসার পরে শাহরুখকে (Shah Rukh Khan) নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে (Chunky Pandey)। তখন বলিউডে সবে কেরিয়ার শুরু করছেন কিং খান। ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে শাহরুখের পরিচয়ও করিয়েছিলেন চাঙ্কি। তাই শাহরুখ মনে করেন, তাঁর সুপারস্টার হয়ে ওঠার পিছনে বিশেষ ভূমিকা রয়েছে চাঙ্কি পাণ্ডের। সেই জন্যই শাহরুখ (Shah Rukh Khan) এক সময়ে বলেছিলেন যে, চাঙ্কি পাণ্ডের কাছে তিনি চিরকালের মতো কৃতজ্ঞ থাকবেন। শাহরুখের স্ত্রী গৌরী খান ও চাঙ্কি পাণ্ডের (Chunky Pandey) স্ত্রী ভাবনা পাণ্ডের মধ্যেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর এসবের মধ্যে সুহানার সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে অনন্যার।

advertisement

প্রসঙ্গত, মাদক কাণ্ডে অনন্যা পাণ্ডেকে (Ananya Pandey) তলব করেছিল এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। অনন্যার সঙ্গে এনসিবি অফিসে গিয়েছিলেন তাঁর বাবা চাঙ্কি পাণ্ডেও। টানা ২ ঘণ্টা ধরে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয় বৃহস্পতিবার। আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। মাদককাণ্ডে গ্রেফতার হয়ে আরিয়ান এই মুহূর্তে রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে।

advertisement

আরও পড়ুন- অনন্যা পাণ্ডেকে মাদক এনে দিতে বলেছিলেন আরিয়ান খান ! সামনে এল তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বৃহস্পতিবার সকালে অনন্যার বাড়িতে পৌঁছয় এনসিবি (NCB) এবং এনসিবি অফিসে তাঁকে বয়ান দেওয়ার জন্য তলব করা হয়। এদিন এনসিবি অফিসে আগামী কাল বেলা ১১টায় যাওয়ার কথা অনন্যার। অনন্যার থেকে কিছু ইলেকট্রনিক গ্যাজেট যেমন ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। উল্লেখ্য, গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের। ইতিমধ্যেই তিনবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan | Chunky Pandey: শাহরুখ এক‌টি কারণের জন্যই চাঙ্কি পাণ্ডের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল