TRENDING:

Shaan on Honey Singh: হানি সিংকে বেনজির আক্রমণ শানের, ওগুলো না কি গান নয়!

Last Updated:

গান হিসেবে এই ট্র্যাক বা অ্যালবামগুলোর মধ্যে সঙ্গীতময়তার যথেষ্ট অভাব পরিলক্ষণ করেছেন শান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জনপ্রিয় র‍্যাপার, সুরকার ও গায়ক হানি সিংকে (Yo Yo Honey Singh) নাম না করে বেনজির ভাষায় আক্রমণ করলেন শান্তনু মুখোপাধ্যায়, বলিউড ও ভারতীয় সঙ্গীতমহলে যিনি পরিচিত শান নামে (Shaan)। 'আস্কমেন ইণ্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী এই গায়ক জানান, বলিউডে সঙ্গীতের মান পড়ে গিয়েছে। চার বোতল ভদকা (Chaar Bottle Vodka) বা লুঙ্গি ডান্স (Lungi Dance) অথবা 'সানি সানি (Sunny Sunny)-র মতো জনপ্রিয় গানগুলির আদপে সস্তা জনপ্রিয়তা ছাড়া আর কিছুই নেই বলে মন্তব্য করেছেন শান। গান হিসেবে এই ট্র্যাক বা অ্যালবামগুলোর মধ্যে সঙ্গীতময়তার যথেষ্ট অভাব পরিলক্ষণ করেছেন শান।
advertisement

এখানেই থামেননি তিনি। বর্তমান বলিউড ও মিউজিক দুনিয়ার অবস্থা নিয়ে চূড়ন্ত হতাশা প্রকাশ করেছেন, নয় ও শূন্য দশকের জনপ্রিয় এই গায়ক। তাঁর মতে 'বলিউডের ষ্ট্যাণ্ডার্ড যথেষ্ট পড়ে গিয়েছে। বর্তমানে তারা যে ধরনের গান রেকর্ড করে থাকে, তা মূলত ভিউ কেন্দ্রিক।' বড় মিউজিক কোম্পানিগুলোর সম্পর্কেও একই কথা বলেছেন শান। তাঁর মতে, মিউজিক কোম্পানিগুলো এমন গান ইদানীং তৈরি করছে, যা খুব সহজে ভিউ এনে দিতে পারে। সেই গানগুলির সুরেলা এবং গুণগত মান ভালো না হলেও গানগুলি জনপ্রিয়তা লাভ করে থাকে মূলত এই নতুন ধরণের ছড়া বা র‍্যাপ (Rap) এর উপস্থিতির কারণে।

advertisement

কিন্তু গুনগত মান খারাপ হলে, এই নতুন গানগুলির জনপ্রিয়তার কারণ কী? এই প্রশ্নের উত্তরও শান দিয়েছেন। তাঁর মতে, ' আজকের প্রজন্মের পছন্দ-অপছন্দে একটা বিরাট বদল এসেছে। আজকের প্রজন্মের খুব কমসংখ্যক শ্রোতা বা দর্শকই সঙ্গীত নামের বিষয়টি বুঝতে বা অনুভব করতে পারে। যেহেতু প্রত্যেকের পক্ষে সঙ্গীত সম্পর্কে সম্পূর্ণভাবে শিক্ষিত হয়ে ওঠা সম্ভব নয়, সেই হেতু মিউজিক কোম্পানিগুলো যে ধরনের গান বাজারে ছাড়ে, তাই জনপ্রিয় হয়ে ওঠে। দুর্ভাগ্যের বিষয় হল, আজকের প্রজন্মের কাছে এই চটুল লিরিক্স অথবা র‍্যাপ এর আকর্ষণ প্রবল। তাই র‍্যাপার, যাঁরা কেবলমাত্র ছড়া কাটায় অথবা র‍্যাপ করায় পারদর্শী তারাই জনপ্রিয় গায়ক হয়ে ওঠেন।'

advertisement

আস্কমেন ইণ্ডিয়া -কে দেওয়া এই সাক্ষাৎকারে নিজের বলিউডে কম কাজ করা নিয়েও মুখ খুলেছেন শান। তিনি বলেন, 'বর্তমানে তরুণ প্রজন্মের নায়কেরা নতুন গায়কদের চান প্লেব্যাক সিঙ্গার হিসাবে। তিনি তাই তরুণ প্রজন্মের এই নায়কদের সঙ্গে নিজেকে মেলাতে পারেন না। তিনি স্বচ্ছন্দ্য পুরনো নায়ক-নায়িকাদের সঙ্গেই।' এর সঙ্গে আরও যোগ করেন, 'তবে কিছু কিছু গায়কদের পুনরায় ফিরিয়ে আনা উচিৎ, কারণ এই বলিউড তাঁরা এক সময়ে শাসন করেছেন।'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shaan on Honey Singh: হানি সিংকে বেনজির আক্রমণ শানের, ওগুলো না কি গান নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল