TRENDING:

রণবীর -দীপিকার বিয়ে নিয়ে হাজার প্রশ্ন, তারমধ্যেই ‘অ্যাসিড আক্রান্ত’ দীপিকা, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ে করছেন ৷ তার সম্পর্কে আর কোনও খবর জানতে বাকি নেই ৷ বি টাউনে কান পাতলেই খালি এই খবর ৷
advertisement

এর মধ্যেই নিজের লাভ লাইফ নিয়ে মুখে কুলুপ এখনও এঁটে রেখেছেন রন-দীপিকা জুটি ৷ এর মধ্যে অবশ্য নিজের পেশাদার জগতের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন দীপিকা ৷

পদ্মাবতী করার পর দীপিকা ফের একেবার অন্যরকম এক প্রজেক্টে কাজ করছেন ৷ সেটি মেঘনা গুলজার পরিচালিত একটি ছবি ৷ যেখানে দীপিকা একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করবেন ৷

advertisement

আরও একবার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হবু  মিঞা-বিবি ৷ সেখানেও ফের একবার সেই উঠল বিয়ের প্রসঙ্গ আর যা বললেন তিনি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর -দীপিকার বিয়ে নিয়ে হাজার প্রশ্ন, তারমধ্যেই ‘অ্যাসিড আক্রান্ত’ দীপিকা, দেখুন ভিডিও