স্ত্রীর জন্য জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লিখেছেন যে, অনেকেই হয়ত জানেন না যে আমি মান্যতা’কে ‘মম’ বলে ডাকি৷ তিনি আরও লিখেছেন, আমার জীবনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ৷ তুমি এসে আমার জীবন আরও সুন্দর করে দিয়েছ৷ তুমি অসাধারণ, আমি তোমায় খুব ভালবাসি৷ তবে এই মুহূর্তে সঞ্জয় তাঁর পরিবারের থেকে দূরে রয়েছেন৷ তাই তিনি লিখেছেন যে, আমি আজ তোমাদের সঙ্গে থাকলে খুব ভাল হত৷ তবে প্রার্থনা করি যেন তোমার দিনটা খুবই স্পেশ্যাল হয়, যেমন তুমি আমার জন্য স্পেশাল!
advertisement
স্ত্রীর জন্য সঞ্জয়ের এই পোস্টটি সকলেই খুব পছন্দ করেছেন৷ উল্লেখ্য মান্যতাকে বিয়ে করে ফের একবার নিজের জীবন গুছিয়ে নিয়েছেন সঞ্জয়৷ তাঁদের দুই সন্তানও রয়েছে৷ এর আগে সঞ্জয়ের জীবনে অনেক চড়াইউতরাই এসেছে৷ সঞ্জয়ের মা নার্গিস তাঁর খুব কাছের ছিলেন৷ ক্যান্সারে নার্গিসের মৃত্যুর পর খুবই ভেঙে পড়েন সঞ্জয়৷ বিপথে চলে যান তিনি৷ ড্রাগের নেশায় আচ্ছন্ন থাকতেন৷ অস্ত্র আইনে তিনি জেলেও গিয়েছেন৷ তবে সে সব আজ অতীত৷ সঞ্জয়কে শেষ দেখা গিয়েছে কলঙ্ক ছবিতে৷ এরপর তাঁকে পানিপথ ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল৷