একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলসে আছেন এখন । ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বইয়ে তাঁর বাবা আব্দুল আহাদ সইদ মারা যান । কিন্তু লকডাউনের জেরে ফিরতে পারেননি তিনি । বহুবার অনুরোধ সত্ত্বেও তাঁকে ফেরার অনুমতি দেওয়া হয়নি । বাবাকে শেষবারের জন্যও দেখতে পাননি তিনি । বাবার শেষযাত্রায় উপস্থিত থাকতে পারেননি । বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি । সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন । মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
এদিকে মুম্বইয়ে মা আর দিদিরা একা রয়েছেন । চিন্তায় রাতের ঘুম উড়েছে। কিন্তু দেশে ফেরার কোনও নেই তাঁর। মা আর দুই দিদি ছাড়া আরও কারও ফোন ধরেননি তিনি । বারবার ইচ্ছা হয়েছে, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতে, তাঁদের জড়িয়ে ধরতে। কিন্তু কিছুই করে উঠতে পারেননি তিনি ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2020 6:19 PM IST