সামান্থা ও নাগার সম্পর্ক ভাঙার কারণ হিসেবে সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কথা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি। সামান্থাই নাকি সন্তান নিতে চাইছিলেন না বলে বিয়ে ভেঙেছেন নাগা, এই কথার কোনও যৌক্তিকতা নেই বলেই জানিয়েছেন সামান্থার পরের ছবি 'শকুন্তলম'-এর প্রযোজক নীলিমা গুণা। একটি সাক্ষাৎকারে নীলিমা জানিয়েছেন, তাঁর বাবা পরিচালক গুণাশেখর যখন গত বছর সামান্থাকে এই ছবি করার অফার দিয়েছিলেন, সেই সময় এই ছবি না করে দিয়েছিলেন সামান্থা। কারণ হিসেবে তিনি ও নাগা পরিবার শুরু করতে চাইছেন বলে জানিয়েছিলেন বলে দাবি নীলিমার।
advertisement
আরও পড়ুন: সব জল্পনার অবসান, বিয়ে ভাঙলেন নাগার্জুনের ছেলে চৈতন্য আর বউমা সামান্থা!
নীলিমার দাবি, 'আমার বাবা পরিচালক গুণাশেখর গারু গত বছর সামান্থাকে শকুন্তলমের অফার দেন। গল্পটা শুনে ও দারুণ উচ্ছ্বসিত হয়েছিল। ও আমাদের জানিয়েছিল, আগামী জুলাই ও অগস্টের মধ্যে শ্যুটিং শেষ করতে, কারণ ওরা পরিবারের পরিকল্পনা শুরু করেছে।' নীলিমা আরও জানিয়েছেন, সামান্থা এই চরিত্রে হ্যাঁ বলেও খানিকটা দ্বিধায় ছিল, কারণ যদি কোনও কারণে শ্যুটিংয়ে বেশি সময় লাগে। কারণ এটি পিরিয়ড ছবি, সময়সাপেক্ষ। কিন্তু সামান্থা মা হতে চেয়েছিলেন বলেই দাবি করেছেন নীলিমা।
শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় সামান্থার বিরুদ্ধে ট্রোল নিয়ে মুখ খুলেছিলেন তিনি নিজে। গর্ভপাত, বিবাহ-বহির্ভূত সম্পর্ক, সন্তান নিতে না চাওয়া, সুবিধাভোগী এমন নানা আরোপের বিরুদ্ধে মুখ খুলেছেন সামান্থা। তিনি দাবি করেছেন, এই সব রটনা, কোনও ভিত্তি নেই এই সমস্ত অভিযোগের। এমনকী, কোনও ভাবেই এই সমস্ত আক্রমণে তিনি ভেঙে পড়বেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। ২০১৭ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। গত সপ্তাহেই যৌথ বিবৃতি দিয়ে নিজেদের বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তাঁরা।
আরও পড়ুন: ছেলে চৈতন্য ও বউমা সামান্থার বিবাহ-বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন নাগার্জুন!