এক সঙ্গে কাজ করেছিলেন ‘হম দিল দে চুকে সনম’ আর ‘খামোশি’-তে ৷ সেই ছবির চূড়ান্ত সাফল্যের পরেও আর একসঙ্গে দেখা যায়নি এই নায়ক-পরিচালক জুটিকে ৷ কিন্তু এবার সম্ভবত সেই খরা কাটতে চলেছে ৷ এই খবর নিজের মুখে স্বীকারও করে নেন সলমন ৷
আরও পড়ুন: কেমোথেরাপির পর ন্যাড়া মাথা ঢাকতে এবার নকল চুল পরলেন সোনালি বেন্দ্রে
advertisement
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্ভবত ‘ইনশাল্লাহ’ নামের একটি প্রজেক্টে সঞ্জয়ের সঙ্গে কাজ করবেন সলমন ৷ নয় মাস ধরে এই ছবির স্ক্রিপ্টের উপর কাজ করছেন সঞ্জয় ৷ ২০২০-র ইদে মুক্তি পেতে পারে এই ছবি ৷
এই মুহূর্তে আলি আব্বাস জফরের ‘ভারত’-এ কাজ করছেন সলমন ৷ অন্যদিকে এ বছরই মুক্তি পেয়েছে বনশালীর ‘পদ্মাবত’ ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং আর শাহিদ কাপুরের এই ছবি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ৷ এখন দেখার সঞ্জয়-সলমনের রসায়ন পর্দায় কতটা ঝড় তুলতে পারে ?