পাপারাৎজিদের ক্যামেরা থেকে মাম্মি, ড্যাডির সঙ্গে ইভেন্ট, ফাংশন, পার্টি বা শুটিং স্পট! লাইমলাইটের সঙ্গে প্রথম থেকেই দোস্তি করে ফেলেছে ছোটে নবাব! আর এটাই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে করিনা ও সেফ-এর! সেই কারণেই মিডিয়া ও পাপারাৎজিদের কাছে খান দম্পতি অনুরোধ করেছেন, তৈমুরের ছবি যেন আর না তোলেন তাঁরা। করিনা-সেফের বাড়ির বাইরে তাঁরা আর যেন দাঁড়িয়ে না থাকেন।
advertisement
একটি সাক্ষাৎকারে সেফ জানান, '' আর দু'মাস বাদে তৈমুর দু'বছরে পা দেবে। ও এখন আসতে আসতে বুঝতে শিখছে। ওকে নিয়ে পাপারাৎজিদের এই উচ্ছ্বাস ওর শিশু মনের উপর প্রভাব ফেলতে পারে। আমি আর করিনা চাই, আর পাঁচটা বাচ্চার মতোই তৈমুরও স্বাভাবিক একটা শৈশব পাক।''
তৈমুর এখন প্লে-স্কুলের পড়ুয়া। কিছুদিন ধরেই তার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বেগুনি কুর্তা, সাদা পাতিয়ালায় পোজ দিয়েছেন তৈমুর। পাশে সোহা আলি খানের মেয়ে ইনায়া ও তুষার কাপুরের ছেলে লক্ষ। ছবিটি তৈমুরের স্কুলে নবরাত্রির অনুষ্ঠানে তোলা।
আরও পড়ুন-বাতাসে বহিল প্রেম, ঐশ্বর্যার জন্য করবা চৌথের ব্রত পালন করছেন অভিষেক