রাজ কাপুরের স্বপ্নের সেই আর কে স্টুডিও ৷ বহু স্মৃতি আর ভালবাসার আলিঙ্গনে মোড়া ৷ বিখ্যাত সমস্ত ছবি আর ইতিহাস হয়ে যাওয়া একাধিক দৃশ্য... সবটার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই স্টুডিও ৷ সপ্তাহ খানেক আগে ঋষি কাপুর ঘোষণা করেছিলেন, এই স্টুডিও আজ বিরাট একটা সাদা হাতির মতো ৷ তাই উপায়ান্তর না দেখে বিক্রি করে দিতেই হচ্ছে আর কে স্টুডিও ৷ আর সেই কারণেই মন খারাপ গোটা কাপুর খানদানের ৷ গত বছর একটি রিয়্যালিটি শোয়ের শুটিং চলাকালীন আগুন ধরে গিয়েছিল স্টুডিওতে ৷ এরপর থেকেই চরম আর্থিক লোকসানের মধ্যে পড়ে এই স্টুডিও ৷
advertisement
আরও পড়ুন: জানেন সেফ-কে এখন কেমন দেখতে হয়েছে ? দেখুন ছবি...
রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুরের গলাতেও দুঃখের ছাপ স্পষ্ট ৷ সম্প্রতি ‘দ্য ক্যুইন্ট’কে দেওয়া একটা সাক্ষাৎকারে রণধীর বলেন, গোটা পরিবারের কাছেই এই চরম বেদনার ৷ সকলে মনোঃকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ কিন্তু বিধ্বংসী আগুনে সব ধ্বংস হয়ে গিয়েছে ৷ রাজ কাপুর যা তৈরি করে গিয়েছিলেন সব শেষ ৷’’
শুধু তাই নয়, চেম্বুরের এই স্টুডিওটির লোকেশনও খুব একটা ভাল নয় ৷ ক্যুইন্টকে রণধীর বলেন, ‘‘রাস্তায় ট্র্যাফিকের যা অবস্থা, তাতে কোনও অভিনেতা-অভিনেত্রীরাই আর চেম্বুরে এসে শুটিং করেন না ৷ তার চেয়ে ফিল্ম সিটি-তে সহজেই চলে যান ৷ ভারাক্রান্ত হৃদয়েও তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে ৷’’