মুম্বই মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন ঋষিকে আলিয়া ভাটকে নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখনই সোজাসাপ্টা ভাষায় ৬৬ বছরের এই বলি-তারকা বলেন, ‘‘নীতু ওঁকে পছন্দ করে, আমি ওঁকে পছন্দ করি, রণবীরও পছন্দ করে...বোঝা গেল ?’’ পাশাপাশি ঋষি বলেন, ‘‘আমি কখনওই জাজমেন্টাল নই ৷ শশীজি, শাম্মিজি, আমি সকলেই নিজের পছন্দের পার্টনার বেছেছি ৷ রণবীরও সেটাই করবে ৷’’
advertisement
আরও পড়ুন: গরীব শিশুদের অঙ্ক শেখাবেন হৃতিক, শিক্ষক দিবসে পোস্ট করলেন ছবি
কিছুদিন আগেই অন্য একটি সাক্ষাৎকারে ঋষি বলেছিলেন, আলিয়াকে তিনি শ্রদ্ধা করেন ৷ অভিনেত্রী হিসেবে ‘হাইওয়ে’, ‘রাজি’র মতো ছবিতে অভিনয় করা সহজ নয় ৷ এই বয়সে নিজের ঘাড়ে গোটা সিনেমাটা টেনে নিয়ে যায় ও ৷ ছেলে রণবীরের এটাই বিয়ে করার সেরা বয়স বলেও মন্তব্য করেছিলেন তিনি ৷ এমনকী নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতে চান বলে রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জনে শিলমোহরটিও লাগিয়েছিলেন তিনিই ৷