TRENDING:

সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী! রইল অভিনেতার না দেখা ছবির ঝলক

Last Updated:

মৃত্যুর পরে সুশান্তকে স্মরণ করে অনেকেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পরিবার থেকে সহ- অভিনেতা কিংবা অভিনেত্রী অনেকেই সুশান্তের জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঠিক এক বছর আগের একটি ব্রেকিং নিউজ। আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। চমকে গিয়েছিল সারা দেশ। কিন্তু আদৌ কি সুশান্ত আত্মহত্যা করেছিলেন নাকি তাঁর মৃত্যুর পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য! গত এক বছরেও এখনো সুরাহা মেলেনি।
advertisement

গত বছর ১৪ জুন আচমকাই রহস্য মৃত্যু হয় পর্দার মহেন্দ্র সিং ধোনির। আর সেই খবর সামনে আসতেই একের পর এক চাপানোউতর শুরু হয় বলিউডের অন্দরে। নেপোটিজম নাকি সাফল্য না পাওয়ার হতাশা নাকি প্রেমের ব্যর্থতা- অভিনেতার মৃত্যুকে ঘিরে একের পর এক বিতর্ক চলতে থাকে। এমনকি সুশান্তের মৃত্যুর রেশ ধরে উঠে আসে বলিউডে একাধিক অভিনেতা-অভিনেত্রীর মাদকযোগের অভিযোগ। যার ফলে গ্রেফতারও হন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। কিন্তু ‘ছিছোরে’-এর (Chhichhore) নায়কের মৃত্যুর রহস্য তিমিরেই রয়ে গিয়েছে।

advertisement

মৃত্যুর পরে সুশান্তকে স্মরণ করে অনেকেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পরিবার থেকে সহ- অভিনেতা কিংবা অভিনেত্রী অনেকেই সুশান্তের জন্য হৃদয়স্পর্শী অনুভূতি প্রকাশ করেন। তারই মধ্যে রয়েছে সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতির (Shweta Singh Kirti) বেশ কিছু পোস্টও। যেমন একটি ছবিতে গত আগস্ট মাসে রাখী উৎসবের দিনে শ্বেতা ভাইয়ের সঙ্গে একটি আনন্দের স্মৃতি শেয়ার করেন। ছবিটিতে তাঁকে তাঁর ভাইকে বিভিন্ন সময়ে রাখী পরিয়ে দিতে এবং মিষ্টি খাইয়ে দিতে দেখা যায়।

advertisement

এরপর গত বছর ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে আরো একটি ছকছকে ছবি শেয়ার করেন শ্বেতা। ছবিটির ক্যাপসনে তিনি লেখেন ২০১৪ সালে তাদের দিদির বিবাহবার্ষিকীতে ভাই-বোনদের নাচের ছবি। সুশান্তকে সংশ্লিষ্ট ছবিটিতে দিদিদের সঙ্গে যথেষ্ট হাসি খুশি ও খোশ মেজাজে দেখা যাচ্ছিল।

সুশান্তের মৃত্যুর কিছুদিনের মধ্যেই, শ্বেতা একটি দীর্ঘ বার্তা সহ সুশান্তের সঙ্গে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন। যেখানে প্রথম ছবিতে শৈশবের সুশান্তের সঙ্গে রয়েছে দিদির বিয়েতে তরুণ হ্যান্ডসাম সুশান্ত। একইসঙ্গে শেষ ছবিটিতে মৃত্যুর দু মাস আগের চ্যাটের একটি স্ক্রিনশটও ছিল।

সুশান্তের বেশ কিছু মূল্যবান ছবিও রয়েছে অভিনেতার দিদির গ্যালারিতেঃ

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী! রইল অভিনেতার না দেখা ছবির ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল