আদরের মেয়ে 'কৃষভি'কে ধনতেরাসে 'বিশেষ' উপহার কাঞ্চনের! শ্রীময়ীর ভিডিও দেখে দর্শকেরা একেবারে চমকে গেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শেয়ার করা ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘সকলকে শুভ ধনতেরাস। আর এখন বাঙালির বারো মাসে তেরো পার্বন। সব উৎসবই আমরা Celebrate করি। ধনতেরাসে জানি বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অনেকে কালীলক্ষ্মীর পুজো করেন। আর আমার ছোট্ট লক্ষ্মীকে তার বাবা একটা উপহার দিয়েছে।’
advertisement
1/5

১ নভেম্বর গত দীপাবলির দিন ঘরে ‘লক্ষ্মী’ এসেছে কাঞ্চন-শ্রীময়ীর। ভগবান কৃষ্ণের সঙ্গে নাম মিলিয়ে কন্যাসন্তানের নাম রেখেছেন কৃষভি।
advertisement
2/5
আর এই দীপাবলির ঠিক আগেই, ধনতেরাসে আদরের মেয়েকে কাঞ্চন দিলেন চোখ ধাঁধানো উপহার।
advertisement
3/5
শেয়ার করা ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘সকলকে শুভ ধনতেরাস। আর এখন বাঙালির বারো মাসে তেরো পার্বন। সব উৎসবই আমরা Celebrate করি। ধনতেরাসে জানি বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অনেকে কালীলক্ষ্মীর পুজো করেন। আর আমার ছোট্ট লক্ষ্মীকে তার বাবা একটা উপহার দিয়েছে।’
advertisement
4/5
মেয়ের হাতে একটি গয়নার বাক্স তুলে দেন শ্রীময়ী। লাল রঙের বাক্সটি বেশ পছন্দ শিশুটিরও। যদিও ভিতরে কী আছে, তা দেখাননি অভিনেত্রী।
advertisement
5/5
শনিবার, ১৮ অক্টোবর বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হয় ত্রয়োদশী তিথি। এটি চলে রবিবার, ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিট পর্যন্ত। এদিনই ছিল ধনতেরাস।