সংশ্লিষ্ট চ্যানেলের তরফে শেয়ার করা একটি ভিডিওতে রণবীরকে বলতে শোনা গিয়েছে এই কথা। শো-এর এক প্রতিযোগীকে বলতে বলতে খানিক লজ্জাও পেয়েছেন অভিনেতা। রণবীরের কথায়, 'আপনারা তো জানেন যে আমি বিবাহিত এবং আর ২-৩ বছরের মধ্যে বাচ্চা হবে। ভাইসাব আপনার বৌদি (দীপিকা পাড়ুকোন) এত আদুরে বাচ্চা ছিল, আমি তো রোজ ওর ছোটবেলার ছবি দেখি এবং বলি এমনই একটা সন্তান হোক আমার, তাহলে জীবন সেট হয়ে যায়।' বাচ্চার সম্ভাব্য নামের তালিকাও বানিয়ে ফেলেছেন। অকপটে রণবীর স্বীকার করেন সে কথাও।
advertisement
২০১৮ সালে রণবীর ও দীপিকার বিয়ে হয়। ইতালির লেক কোমোতে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন দুই তারকা অভিনেতা। পরে দেশে ফিরে একাধিক রিসেপশন হয় তাঁদের। একসঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন তাঁরা। গোলিও কি রাসলীলা রামলীলা-তে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এর পর বাজিরাও মস্তানি ও পদ্মাবত-এ একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
খুব তাড়াতাড়ি ৮৩ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। কপিল দেবের ভূমিকায় রণবীর ও তাঁর স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। কালার্সে শনি ও রবিবার রাত ৮ টায় দেখা যাবে রণবীরের নতুন কুইজ শো দ্য বিগ পিকচার।
আরও পড়ুন: রকি আর রানির প্রেমকাহিনির শ্যুটিং শুরু রণবীর-আলিয়ার, দেখুন নতুন লুকের ভিডিও