TRENDING:

শর্তপূরণ করে সর্বসমক্ষে দীপিকাকে চুমু খেলেন রণবীর, কী ছিল সেই শর্ত ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইতালিতে শুরু হয়ে গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় ফুলমুদ্দি হয়ে গেল এই জুটির।
advertisement

ফুলমুদ্দি ঠিক কী? ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এ দিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিক ভাবে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান।

এরপরই হয়ে গেল দীপবীরের বাগদান পর্বও ৷ জানা গিয়েছে গতকালই ফুলমুদ্দির পর বাগদান পর্ব মিটে গিয়েছে তাঁদের ৷ দীপবীর তাঁদের বিয়ের ছবি যাতে কোনওভাবে ফাঁস না হয়ে যায়, সেই সেই জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন ৷ এমনকী দু’দিন জন্য আমন্ত্রিতদের মোবাইল না ব্যবহার করারও অনুরোধ জানিয়েছেন ৷ জানা গিয়েছে, তাঁদের বিয়েতে কোনও অতিথিকেই মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ আর সেই কারণে তাঁদের বিয়ের কোনও ছবি সামনে আসছে না ৷

advertisement

আরও পড়ুন : দীপবীরের বিয়ের আগে কোঙ্কনি রীতি মেনে হয়ে গেল ‘ফুল মুদ্দি’

তবে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে সাংবাদিকদের কাছ থেকে ৷ রণবীর নাকি মেহেন্দির অনুষ্ঠান চলাকালীন হঠাৎই হাঁটু মুড়ে বসে দীপিকার জন্য কিছু কথা বলেন ৷ আর তা শুনেই আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা ৷ রণবীরকে জড়িয়ে ধরেন তিনি ৷ এরপরই হয় তাঁদের আংটি বদল ৷ এরপর শুরু হয় মেহেন্দির অনুষ্ঠান ৷ সেই সময় নাকি সর্বসমক্ষে দীপিকা উষ্ণ চুম্বনে ভরিয়ে তোলেন রণবীর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এর আগে ঘটে গিয়েছিল একটি ছোট্ট ঘটনা ৷ রণবীর নাকি সবার সামনেই দীপিকার কাছ থেকে একটা ছোট্ট চুম্বন চেয়েছিলেন দীপিকার কাছ থেকে ৷ কিন্তু দীপিকা এর বিনিময়ে একটি শর্ত দিয়ে বসেন তাঁর হবু বরকে ৷ কী ছিল সেই শর্ত? দীপিকার দু’হাত মেহেন্দিতে রাঙানো ছিল ৷ আর সেই কারণে, খাওয়ার খেতে পারছিলেন না তিনি ৷ সেই কারণে দীপিকা রণবীরকে বলেন, তাঁকে চুমু খাওয়ার অনুমতি তিনি দেবেন ৷ তবে, এর বদলে তাঁকে খাবার খাইয়ে দিতে হবে নায়ককে ৷ হবু স্ত্রীর কথায় রাজি হয়ে যান নায়ক ৷ আর পরেই উষ্ণ চুম্বনে দু’জন দু’জনকে ভরিয়ে তোলেন দীপিকা-রণবীর ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শর্তপূরণ করে সর্বসমক্ষে দীপিকাকে চুমু খেলেন রণবীর, কী ছিল সেই শর্ত ?