রানি তাঁর বক্তব্য আর স্পষ্ট করে বোঝাতে উদাহরণ দিয়েছেন বাস্তব আর পর্দার জগতে। যশরাজ ফিল্মসের কর্ত্রীর মতে পর্দায় দারুণ দারুণ লোকেশন দেখে দর্শকরা চমকে যান। সব কিছু খুব সুন্দর আর স্বপ্নের মতো মনে হয় সেখানে। বাস্তবে কতটা পরিশ্রম করে যে সেগুলো তৈরি করতে হয় সেই বিষয়ে অনেকেরই কোনও ধারণা নেই। তাই শুধু গ্ল্যামারের টানে যেন কেউ এখানে না আসেন, এটাই রানির অনুরোধ। রানি বলেছেন যে যদি অভিনয় নিয়ে সত্যিই কারও প্যাশন থাকে তাহলেই একমাত্র এই পেশায় আসা উচিত।
advertisement
রানির মতে অনেকেই এই পেশায় আসেন কারণ বলিউডের গ্ল্যামারে তাঁদের চোখে ধাঁধা লেগে যায়। অনেকে আসেন বিখ্যাত হতে, আবার কেউ আসেন শুধুই অর্থ রোজগারের তাগিদে। কিন্তু এগুলো একজন অভিনেতাকে অর্জন করার আগে তাঁকে দর্শকদের মনে জায়গা করে নিতে হয়। যদি কোনও অভিনেতাকে দর্শক পছন্দ না করেন, তাহলে তাঁর পক্ষে ইন্ডাস্ট্রিতে বেশি দিন থাকা সম্ভব নয়। আর সেই কারণেই অভিনয়ের প্রতি প্যাশন ও আগ্রহ থাকাটা একান্ত দরকার বলে মনে করেন রানি। অভিনেত্রীর বক্তব্য হল শুরুর দিন থেকেই হাড়ভাঙা পরিশ্রম করতে হবে এবং দর্শকদের মন জয় করে নিতে হবে।
আগামী দিনে বান্টি অউর বাবলি ২ (Bunty Aur Babli 2) ও মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee vs Norway) ছবিতে দেখা যাবে তাঁকে।
Written By: Doyel