এই জায়গায় এসে জানিয়ে রাখা ভালো, দ্য কপিল শর্মা শোয়ের একই সঙ্গে কুখ্যাত এবং বিখ্যাত মঞ্চে কিন্তু একা হাজিরা দেননি ঋদ্ধিমা, বলিউডের ডাকসাইটে কাপুর পরিবারের মেয়ে হলেও তাঁর বড় একটা বিনোদন জগতের সঙ্গে সংস্রব নেই, বিনোদন জগতের আলো থেকে তিনি যতটা পারেন, গা বাঁচিয়েই চলেন! এবার যে তিনি কপিল শর্মার শোয়ে এলেন, সেটা স্রেফ মা নীতু কাপুরকে (Neetu Kapoor) সঙ্গ দেওয়ার জন্যই! নীতু হামেশাই নানা টক শো, রিয়্যালিটে শোয়ের প্ল্যাটফর্ম আলোকিত করে থাকেন নিজের ব্যক্তিত্বে, বিষয়টা একঘেয়ে বলেই বোধ হয় কপিল তাঁর শোয়ে ঋদ্ধিমাকেও আসার অনুরোধ জানিয়েছিলেন।
advertisement
সে যা-ই হোক, সুযোগ পেয়ে জানতে চান ঋদ্ধিমার কাছে কপিল তাঁর ভাই রণবীর কাপুরের (Ranbir Kapoor) এমন কোনও স্বভাবের কথা, যা এক সময়ে বিব্রত করে তুলেছিল দিদিকে! এই প্রসঙ্গেই এবার মুখ খোলেন ঋদ্ধিমা, জানান যে তাঁরা যখন লন্ডনে থাকতেন, সেই সময়ে রণবীর এক বন্ধুকে বাড়িতে নিয়ে এসেছিলেন। এই জায়গায় এসেই নীতু শুধরে দেন মেয়েকে- বন্ধু না বলে গার্লফ্রেন্ড বলাই উচিত হবে! ঋদ্ধিমাও ভুল শুধরে নিয়ে বলেন যে গার্লফ্রেন্ডকে যখন বাড়িতে নিয়ে আসেন রণবীর, তখন মেয়েটির জামাটা তাঁর খুব চেনা-চেনা ঠেকেছিল! পরে বুঝতে পারেন ঋদ্ধিমা ওটা তাঁরই জামা, যা তিনি অনেক দিন ধরে খুঁজছিলেন, কিন্তু বাড়িতে কোথাও পাচ্ছিলেন না!
আরও পড়ুন: 'ঋষির মৃত্যুর পর একাকীত্বে ভুগছিলাম, রণবীরকে সব জানিয়েছিলাম'!
অবশ্য, রণবীর এভাবে দিদির জিনিস গার্লফ্রেন্ডদের হামেশাই উপহার দিয়ে থাকতেন অল্পবয়সে, না কি, শুধুমাত্র ওই গার্লফ্রেন্ডের ক্ষেত্রেই বিশেষ কোনও কারণে দিদির জামা ধার দিতে হয়েছিল, তা স্পষ্ট করেননি নীতু এবং ঋদ্ধিমা তাঁদের বক্তব্যে! যা-ই হোক, ঋদ্ধিমার এই জবানবন্দী যে কপিল শর্মার শোয়ের এই বিশেষ পর্বের টিআরপি আরও বাড়িয়ে তুলবে, তা আঁচ করাই যাচ্ছে!