জানা যাচ্ছে, রামায়ণে (Ramayana) রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। রাবণের চরিত্রে দেখা যাবে হৃতিককে (Hrithik Roshan)। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, "এই প্রথম রণবীর ও হৃতিককে নিয়ে মিটিং হল। রাবণের চরিত্রে হৃতিক এবং রামের চরিত্রে রণবীরকে (Ranbir Kapoor) দেখা যাবে। আগামী বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা নিয়েই আলোচনা হয়েছে।"
advertisement
তবে এই ছবিতে সীতার ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে তা এখনো স্পষ্ট নয়। এক সংবাদমাধ্যমের কাছে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন যে দীপাবলীর (Diwali) মধ্যেই তারা রামায়ণ ছবিতে কারা কারা অভিনয় করবেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
আগামী ১৫ দিনের মধ্যেই 'বিক্রম বেধা'র শুটিংয়ের জন্য আবু ধাবির দিকে রওনা হবেন হৃতিক রোশন (Hrithik Roshan)। পরিচালক লভ রঞ্জন এর পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর (Ranbir Kapoor)। এছাড়াও 'ব্রহ্মাস্ত্র' ছবির শেষ ১০ দিনের শুটিং বাকি রয়েছে তাঁর। এখনও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে রাবণ ও রামের চরিত্র এই দুই অভিনেতাকে দেখা যাবে।
আরও পড়ুন- সিদ্ধার্থের জন্য কি এক সেকেন্ডও সময় নেই? বিগবস-এর উপর বেজায় চটলেন নেটিজেনরা
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে 'দ্য ইনকার্নেশন সীতা' (the incarnation Sita) ছবির প্রস্তুতি। এই ছবিতে চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল করিনা কাপুর খানকে। কিন্তু তিনি বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ পড়তে হয়। অবশেষে তার বদলে অভিনয় করছেন কঙ্গনা।
আরও পড়ুন- আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না! এনসিবি-র হেফাজতেই থাকবেন শাহরুখ-পুত্র