TRENDING:

‘কফি উইথ করণ’-এ আসতে বাধ্য করা হয়েছিল!’ রণবীর কাপুরের পুরনো ভিডিও ভাইরাল

Last Updated:

রণবীর কাপুরকে ‘কফি উইথ করণ’-এ আসতে বাধ্য করা হয়েছিল । রীতিমতো জোর করা হয়েছিল তাঁকে । দেখুন সেই ভাইরাল ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বারবার আঙুলটা উঠছে । কিন্তু যিনি তাঁর ছবি, তাঁর যমজ সন্তান, তাঁর শো, তাঁর পরিবার, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এত কথা বলেন, সেই পরিচালক মশাই এখন চুপ । গোটা দেশ জুড়ে ‘বয়কট বলিউড’, ‘বয়কট খান’, ‘বয়কট করণ জোহর’ ট্রেন্ডের সুনামি আছড়ে পড়ছে । তার মধ্যে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে যে জনপ্রিয় টক শো’টি, তার নাম ‘কফি উইথ করণ’ ।
advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন এক ঝটকায় বিনোদন জগতের অনেকগুলো আগল খুলে দিয়েছে । একের পর এক ভাইরাল হচ্ছে পুরনো ভিডিও । এই বিতর্কিত সময়ে ভাইরাল হয়েছে এমন সমস্ত পুরনো ভিডিও ক্লিপিং, যা থেকে পরিষ্কার সুশান্ত-কে একঘরে করার চেষ্টা চালিয়েছিলেন বি-টাউনের তথাকথিত 'এলিটক্লাস' ৷ করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর মঞ্চে আলিয়া ভাট আর সোনম কাপুরের অবহেলা, অ্যাওয়ার্ড শোয়ে কিং খান আর শাহিদ কাপুরের প্রকাশ্যেই অপমান, করিনা কাপুরের অবজ্ঞা... বারবার প্রকাশ্যে আসছে সুশান্ত-কে নিয়ে বলিপাড়ার অন্দরের তর্জা ৷

advertisement

আবার এই ‘কফি উইথ করণ’-এর মঞ্চেই কৃতি শ্যানন প্রকাশ্যে সুশান্তের প্রশংসা করে গিয়েছেন । বলেছিলেন,  বরুণ ধওয়ান, কার্তিক আরিয়ানের থেকে অনেক এগিয়ে রাখেন সুশান্তকে । একটি টক শোয়ে এসে দীপিকা পাড়ুকোনও বলেছেন, অভিনয়ের দিক সুশান্তকেই তিনি সেরা মনে করেন।

advertisement

এ বার প্রকাশ্যে এল রণবীর কাপুরের পুরনো একটি ভিডিও ক্লিপিংস । যেখানে স্পষ্টতই ছোটা কাপুরকে বলতে শোনা গিয়েছে, তাঁকে ‘কফি উইথ করণ’-এ আসতে বাধ্য করা হয়েছে । রীতিমতো জোর করা হয়েছিল তাঁকে । তিনি বলেন, ‘‘আমি ওঁকে (করণ জোহর) বলেছিলাম, আমি আসতে চাই না । এমনকী আমি আর অনুষ্কা এর প্রতিবাদও করতে গিয়েছিলাম । গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা বন্ধ করার জন্য আমাদের পাশে ছিল । কারণ এটা ঠিক নয়, আমাদের ডেকে এনে আমাদের দিয়ে কথা বলিয়ে নিয়ে ও টাকা কামাচ্ছে আর আমাদের সারা বছর তার জন্য ভুগতে হয় । এটা ঠিক নয় ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
আরও দেখুন

এরপর যখন রণবীরকে প্রশ্ন করা হয়, করণ তো সকলকে র‍্যাপিড ফায়ার রাউন্ডে খুবই ভাল ভাল হ্যাম্পার গিফ্ট করেন । তখন রণবীর বলেন, ‘কিচ্ছু না..ঘণ্টা দেয় । একটা আইফোন বা এ'রকম কিছু ।’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কফি উইথ করণ’-এ আসতে বাধ্য করা হয়েছিল!’ রণবীর কাপুরের পুরনো ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল