TRENDING:

রাজকুমার রাও-এরও জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল, জানালেন 'নিউটন'-এর পরিচালক অমিত ভি মাসুকারার

Last Updated:

রাজকুমার রাও-এরও জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল, জানালেন 'নিউটন'-এর পরিচালক অমিত ভি মাসুকারার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গতকাল ঘোষিত হল ৬৫তম জাতীয় পুরস্কারের তালিকা। সেরা হিন্দি ছবির শিরোপা পেল অমিত ভি মাসুকারার পরিচালিত, রাজকুমার রাও অভিনীত 'নিউটন'।
advertisement

আরও পড়ুন-ঋদ্ধি একা এতটা অ্যাচিভ করতে পারত না: কৌশিক সেন

কিন্তু ছবির সাফল্যর পরও আফসোস পরিচালকের। জানালেন, আমি মনে করি রাজকুমার-এরও পুরস্কার পাওয়া প্রাপ্য ছিল। ও 'নিউটন'-এ অসম্ভব ভাল কাজ করেছে। আমার ওর সঙ্গে কথা হয়েছে, খুব খুশি।আসলে, রাজকুমার খুব পজিটিভ মানসিকতার একজন মানুষ।

advertisement

তিনি আরও বলেন, '' জাতীয় পুরস্কার পাবই বা পেতেই  হবে, এরকম মনসিকতা নিয়ে রাজকুমার কখনও কোনও ছবি করে না। ওর সমস্ত ফোকাস, কাজের উপর। কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। একটা ছবি শেষ করেই পরেরটার মধ্যে  ডুবে যায়। ইন ফ্যাক্ট 'নিউটন'-এর পর  অলরেডি ও ৫-৬টা কাজ করে ফেলেছে।''

আরও পড়ুন-বিয়ে করছেন মিলিন্দ সোমন

advertisement

শুধু 'নিউটন' নয়, গতবছর 'ট্র্যাপড', 'বরেলি কী বরফি'-র জন্যও প্রশংসিত হন এই প্রজন্মর অন্যতম সেরা অভিনেতা--রাজকুমার রাও।

বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজকুমার রাও-এরও জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল, জানালেন 'নিউটন'-এর পরিচালক অমিত ভি মাসুকারার