হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই রাহুল রায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা বলিউড, ফ্যানকূল। ভক্ত এবং অনুরাগীদের আশ্বস্ত করতে এবার হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করলেন খোদ রাহুল। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাহুল রায়। অনেকটাই সুস্থ চোখ-মুখ। মুম্বইয়ের নানাবতী হাসপাতাল যেভাবে তাঁর চিকিৎসা করছে, তার জন্য চিকিৎসক, চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানান রাহুল। পাশাপাশি তাঁর ফ্যানেরা যেভাবে রাতদিন এক করে তাঁর সুস্থতা কামনা করছেন, তারজন্যও অশেষ জন্যবাদ জানান।
advertisement
হাসপাতালের তরফে জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাহুল রায়, আইসিইউ থেকে বের করার পর রাহুল রায় আপাতত অনেকটাই ভাল রয়েছেন, চলছে ফিজিয়োথেরাপি।
প্রসঙ্গত, কার্গিলে 'LAC- লিভ দ্য ব্যাটল' নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছরের অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয় ৷ ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয় ৷ সেখান থেকে মুম্বই ৷
১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের ৷ প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’ ৷ ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট , আজও সেই ছবির গান লোকের মুখে মুখে ঘোরে ৷ রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনও দর্শকদের কাছে প্রিয় ৷ আশিকির পরও একাধিক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন।