প্রিয়াঙ্কাকে জড়িয়ে দিওয়ালির আতসবাজির মাঝে ভিডিও শ্যুট করেছেন নিক জোনাস। সেই ভিডিও শেয়ার করে নিক লিখেছেন, 'দিওয়ালির শুভেচ্ছা আপনাদের সবাইকে। ভালোবাসা ও আলো পাঠালাম। আমার সুন্দরী স্ত্রী ভারতীয় দারুণ সব উৎসব ও রীতি শিখিয়েছে আমাকে। আমার দারুণ লাগে এগুলো আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে।' সাদা লেহেঙ্গায় একেবারে দেশি লুকে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। নিককেও দেখা গিয়েছে লাল পাঞ্জািব ও কালো জহর কোটে সেজে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলসে দেশি মেজাজে দীপাবলি পালন প্রিয়াঙ্কা চোপড়ার, দেখুন
এদিন সকালে ক্যালিফোর্নিয়ার বাড়িতে লক্ষ্মী পুজো করেছেন প্রিয়াঙ্কা ও নিক। হলুদ জামদানি শাড়ি পরে একেবারে ভারতীয় লুকে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। নিক পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা। উপস্থিত ছিলেন নিকের পরিবার ও বন্ধুরা। প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রামে পুজোর একাধিক ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। মহালক্ষ্মীর মন্ত্র লিখে ছবিগুলি শেয়ার করেছেন নায়িকা। তারই সঙ্গে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
আরও পড়ুন: 'শ্যুটিং সেটে কারও মৃত্যুই কাম্য নয়', অভিনেতার হাতে চিত্রগ্রাহক 'খুন'-এ হতবাক প্রিয়াঙ্কা!
কাজের দিক থেকে লন্ডন ও স্পেনে ঘুরে নিজের পরের ছবি সিটাডেল-এর শ্যুটিং করছেন প্রিয়াঙ্কা। তবে বহু দিন পর হিন্দি ছবিতে ফের দেখা যাবে তাঁকে। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে ফারহান আখতারের ছবিতে কামহব্যাক করছেন প্রিয়াঙ্কা।