টিজার শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'ছবির আত্মা ও সম্রাট যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের জীবনের সারাংশ তুলে ধরেছে এই টিজার। সাহসিকতার জন্যই যাঁকে চিনত গোটা বিশ্ব। তাঁর বীরত্ব ও জীবনকে শ্রদ্ধার্ঘ্য এই টিজার। তাঁর সম্পর্কে যত পড়েছি তত জানতে পেরেছি নিজের দেশের জন্য কী ভাবে তিনি নিজের প্রতিটা নিঃশ্বাস বেঁচেছিলেন।' টিজারে দেখা গিয়েছে, যুদ্ধক্ষেত্রে যোদ্ধার বেশে সৈন্যদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সঙ্গে দেখা গেছে সঞ্জয় দত্তকে। এরপরই টিজােরর ঝলকে বধূবেশে দেখা যায় মানুষী চিল্লরকে (Manushi Chhillar)। যিনি ছবিতে সংযোগিতার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন মানুষী (Manushi Chhillar)। টিজারে সোনু সুদকেও দেখা গিয়েছে।
advertisement
টিজার নিয়ে অক্ষয়ের বক্তব্য, 'তিনি একজন কিংবদন্তি যোদ্ধা। তিনি সবচেয়ে সাহসী যোদ্ধাদের অন্যতম এবং তিনি আমাদের দেশের সবচেয়ে ন্যায় পরায়ণ রাজাদেরও অন্যতম। আমরা আশা করি যে বিশ্বব্যাপী ভারতীয়রা এই পরাক্রমশালী সাহসী হৃদয়ের প্রতি আমাদের স্যালুট পছন্দ করবে। আমরা তাঁর জীবন কাহিনিকে যথাসম্ভব সত্যতা বজায় রেখে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ছবিটি তাঁর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।'
আরও পড়ুন: টম্যাটোর দাম কত? কপিলের শো-তে রানি মুখোপাধ্যায়ের জবাব শুনে চোখ কপালে ভক্তদের!
আরও পড়ুন: গোপন সেলিব্রেশন, বিয়ের তৃতীয় জন্মদিনে কোথায় 'উড়ে' গেলেন দীপিকা-রণবীর? দেখুন
যশ রাজের প্রযোজনায়, ছবির পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ২০২২ সালের ২১ জানুয়ারি। কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয়ের সূর্যবংশী। এবার তাঁর পৃথ্বীরাজের পালা।