TRENDING:

Pearl Puri Ekta Kapoor : 'পার্লকে ফাঁসানো হয়েছে', একতা কাপুরের মন্তব্যে কী জবাব দিল মুম্বই পুলিশ?

Last Updated:

পার্ল (Pearl V Puri) গ্রেফতার হওয়ার পর একতা (Ekta Kapoor)তাঁর দীর্ঘ্য বার্তায় লিখেছিলেন, ‘'আমি কী একজন শিশুর ধর্ষণকারীকে সমর্থন করব? অথবা যে কোনও শ্লীলতাহানির দায়ে অভিযুক্তর পাশে দাঁড়াব? কিন্তু গতকাল রাত থেকে এখনও পর্যন্ত আমি যে সমস্ত ঘটনার সাক্ষী থাকলাম, তা মনুষ্যত্বকে কোথায় নামিয়ে এনেছে আমি জানি না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এদিকে পার্ল গ্রেফতার হওয়ার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। করিশ্মা তান্না, অনিতা হাসনান্দানি, রাখি সাওয়ান্ত একতা কাপুর, নিয়া শর্মা, ক্রিস্টাল ডিসুজা-সহ একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পার্লের সপক্ষে। তবে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে একতা লিখেছিলেন, ‘নাবালিকার মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন পার্ল নির্দোষ। পার্লকে ফাঁসানো হয়েছে’।

advertisement

পার্ল (Pearl V Puri) গ্রেফতার হওয়ার পর একতা (Ekta Kapoor)তাঁর দীর্ঘ্য বার্তায় লিখেছিলেন, ‘'আমি কী একজন শিশুর ধর্ষণকারীকে সমর্থন করব? অথবা যে কোনও শ্লীলতাহানির দায়ে অভিযুক্তর পাশে দাঁড়াব? কিন্তু গতকাল রাত থেকে এখনও পর্যন্ত আমি যে সমস্ত ঘটনার সাক্ষী থাকলাম, তা মনুষ্যত্বকে কোথায় নামিয়ে এনেছে আমি জানি না! …নাবালিকার মায়ের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার পর আমি সবাইকে বলছি, তিনি আমাকে স্পষ্ট জানিয়েছেন পার্লের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ওঁর স্বামী গল্প ফাঁদার চেষ্টা করছে যাতে নিজের কাছে মেয়েটিকে রাখতে পারেন এবং প্রমাণ করতে পারেন একজন ওয়ার্কিং মাদার নিজের বাচ্চার খেয়াল ঠিকমতো রাখতে পারে না।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একতার এই স্টেটমেন্টের বিরুদ্ধে জোরালো জবাব দিলেন ভাসাইয়ের DCP সঞ্জয়কুমার পাটিল। তিনি প্রেস কনফারেন্সে জানান, ‘না। তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ মিথ্যে নয়। তাঁর নাম তদন্তে উঠে এসেছে। বেশ কিছু প্রমাণও আমাদের হাতে আছে। আর সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত প্রমাণ সময়মতো আদালতে পেশ করা হবে।’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pearl Puri Ekta Kapoor : 'পার্লকে ফাঁসানো হয়েছে', একতা কাপুরের মন্তব্যে কী জবাব দিল মুম্বই পুলিশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল