TRENDING:

নিপলস স্পষ্ট, চাপা জামা পরে ব্যাপক ট্রোলড হলেন পরিণীতি চোপড়া

Last Updated:

ছবির প্রমোশনে এসে সুন্দর একটি নীল রঙের শর্ট ড্রেস পরেছিলেন পরিণীতি চোপড়া ৷ কিন্তু সোশ্যাল দুনিয়ায় সেই ছবি পোস্ট হতেই ব্যাপকভাবে ট্রোলড হতে হল নায়িকাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: চলছিল তাঁর পরবর্তী ছবির প্রচার পর্ব ৷ অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের ‘নমস্তে লন্ডন’-এর সিক্যুয়েল ‘নমস্তে ইংল্যান্ড’-এ তাঁকে দেখা যাবে অর্জুন কাপুরের বিপোরীতে ৷ সেই ছবির প্রমোশনে এসে সুন্দর একটি নীল রঙের শর্ট ড্রেস পরেছিলেন পরিণীতি চোপড়া ৷ কিন্তু সোশ্যাল দুনিয়ায় সেই ছবি পোস্ট হতেই ব্যাপকভাবে ট্রোলড হতে হল নায়িকাকে ৷
advertisement

যত সমস্যার সূত্রপাত পরিণীতির ড্রেস নিয়ে ৷ অ্যাসিমেট্রিক, অফ শোল্ডার সেই ড্রেসটি দেখতে সুন্দর হলেও প্রথম থেকেই ওই পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন নায়িকা ৷ অনুষ্ঠান চলাকালীন বারবার চুল আর পোশাক ঠিক করতে দেখা যায় তাঁকে ৷ পাশাপাশি অত্যন্ত চাপা হওয়ার কারণে জামার ওপর দিয়েও স্পষ্ট বোঝা যাচ্ছিল নিপলস ৷ এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয় পরিণীতিকে ৷

advertisement

আরও পড়ুন: শুটিং ছেড়ে বাড়ির পরিচারিকার বিয়েতে গেলেন আলিয়া, দেখুন সেই ভাইরাল ছবি

অনেকে বলেন, তাঁর নতুন স্টাইলিশের প্রয়োজন রয়েছে ৷ কেউ আবার বলেন, এই পোশাকটি পরিণীতিকে ফিট করেনি ৷ অনেকে বলেন, মন দিয়ে দেখলে অনেক কিছুই তো বোঝা যাচ্ছে ৷ অনেকে আবার বলেছেন, নায়িকা অন্তর্বাস পরলে ভাল করতেন ৷

advertisement

অবশ্য এই বিতর্কে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি পরিণীতিকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিপলস স্পষ্ট, চাপা জামা পরে ব্যাপক ট্রোলড হলেন পরিণীতি চোপড়া