এই সংক্রান্ত বিষয়ে নিজেদের আসন্ন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র বিটিএস ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন জাহ্নবী। সেই বিটিএস ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, জাহ্নবী পরে রয়েছেন ক্রিকেটের পোশাক। রয়েছে ব্যাটিং প্যাডও। আর ক্রিকেটের পোশাকে অদ্ভুত ভাবে হাঁটছেন অভিনেত্রী। আর তাঁর ঠিক পিছনে পিছনে মজার ছলে তাঁকে নকল করে হাঁটছেন রাজকুমারও।
advertisement
আরও পড়ুন: ফেসবুক লাইভে হঠাৎ কী শুরু করলেন মহিলা পুলিশকর্মী? বীরভূম প্রশাসনে তোলপাড়
এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে জাহ্নবী লিখেছেন যে, “আমাদের খুবই নিজস্ব গজগামিনী হাঁটা, আসলে ক্রিকেট প্যাড পরে অভ্যস্ত হতে কয়েক মিনিট সময় লেগেছে। কিন্তু আনন্দের বিষয় হল, মিস্টার মাহি আমি তোমাকে আনন্দ দিতে পেরেছি।” এই ভিডিওটি সামনে আসতেই অবিলম্বে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভক্তরা।
আরও পড়ুন: চোখের পাশে বলিরেখা, ত্বকে বয়সের ছাপ? এই এক টোটকায় ৫০ লাগবে ২৫-এর মতো! জানুন
বুধবার রাজকুমার রাও সোশ্যাল মিডিয়ায় ওই ছবির আরও একটি বিটিএস ভিডিও ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, নিজের চরিত্রে প্রবেশ করার জন্য কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কঠোর ক্রিকেট অনুশীলন করছেন রাজকুমার। ব্যাটিং এবং ফিল্ডিংয়ের দক্ষতাকে ঘষামাজা করছেন। ভিডিও-র ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “নিজের জন্য স্বপ্ন দেখা কি ভুল? মহেন্দ্রর স্বপ্নগুলো সত্যি। এমনকী তাঁর লড়াইগুলিও।” আর ভিডিওটি পোস্ট করতেই সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের প্রতিক্রিয়ায়।
একজন লিখেছেন, “দুর্ধর্ষ অভিনেতা।” এখানেই শেষ নয়, কমেন্ট বাক্সে প্রচুর হার্ট ইমোজিও পোস্ট করেছেন নেটিজেনরা। আগামী ৩১ মে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ইতিমধ্যেই এসে গিয়েছে ছবির ট্রেলার। শরন শর্মা পরিচালিত এই ছবিতে ক্রিকেটের পাশাপাশি প্রেমের দারুণ মেলবন্ধন দেখা যাবে। প্রোমো-তে দেখা গিয়েছে যে, ছবির দুই মুখ্য চরিত্র বিবাহিত। আর ক্রিকেটের প্রতি রয়েছে ওই দম্পতির দারুণ প্রেম। জাহ্নবী অভিনীত চরিত্রটি পেশায় ডাক্তার, যিনি ক্রিকেট খেলা দেখতে এবং খেলতে ভালবাসেন। অন্য দিকে রাজকুমারের চরিত্রটি এক উঠতি ক্রিকেটারের।