নেটিজেনরা বলছেন, বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সিদ্ধার্থের মৃত্যুই সবচেয়ে বড় ক্ষতি। আর অনেকেই প্রশ্ন তুলছেন, কেন সিদ্ধার্থকে কুপার হাসপাতালেই নিয়ে যাওয়া হল? সুশান্তকেও মৃত্যুর পরে এই একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন নেটিজেন লিখছেন, "আরও একটা খুন। এটা যদি খুন না হয় তাহলে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হল কেন?"
advertisement
আর একজন লিখছেন, "সিদ্ধার্থকে কেন কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হল? সুশান্ত সিং রাজপুতের দেহও কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কেন সব রহস্যময় মৃত্যুগুলিই শেষ পর্যন্ত কুপার হাসপাতালে পৌঁছয়। দয়া করে কুপার হাসপাতালের রহস্য ভেদ করুন। এটা হতে পারে না। ভালো অভিনেতাদের খুন করা হচ্ছে।"
প্রসঙ্গত, বিগ বস ১৩-য় বিজেতা হয়েছিলেন সিদ্ধার্থ। সেখানে তাঁর ও শেহনাজ গিলের রসায়ন পছন্দ ছিল দর্শকদের। বিগ বস (Bigg Boss 13) থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা। নেটিজেন দুজনকে একসঙ্গে 'সিদনাজ' নামেও ডাকতেন। সম্প্রতি টেলিভিশনে শেহনাজের সঙ্গেই শেষবার দেখা গিয়েছে সিদ্ধার্থকে। রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে ৩, সানডে কা ভার এবং বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সেখানেও দুজনের রসায়নে মুগ্ধ ছিলেন দর্শকরা।
আরও পড়ুন: শেষ Instagram পোস্টে হাসিমুখে হাসপাতালের কর্মীদের ধন্যবাদ দিয়ে গেলেন সিদ্ধার্থ
উল্লেখ্য, ২০০৮ সালে 'বাবুল কা আঙ্গান ছুটে না' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। এর পরে 'আহাট', 'সিআইডি'র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে 'বালিকা বধূ' ও 'দিল সে দিল তক' ধারাবাহিকে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। সম্প্রতি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।