ট্রেলারে পরিণীতিকে দেখে মুগ্ধ চলচ্চিত্রপ্রেমীরা। এক্কেবারে অন্য লুকে পরিণীতি। চোখে ধ্যাবড়ানো কাজল, এলোমেলো চুল, কিছু জিনিস না পাওয়ার কষ্ট সবমিলিয়ে অভিনেত্রী ট্রেলারেই নজর কেড়েছেন। এই ছবিতে পরিণীতির পাশাপাশি অদিতি রাও হায়দারিকে দেখা যাবে। অদিতির খুনের দায় পরিণীতির দিকেই আঙুল তুলছে পুলিশ। কীর্তি কুলহারিকে দেখা যাবে পুলিশের চরিত্রে, যিনি অদিতির খুনের তদন্তে রয়েছেন। এমনকী বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী দেখা যাবে এই ছবিতে। কী হল তারপর? পরিণীতি কি খুনি নাকি এ সব কিছুর ষড়যন্ত্রের শিকার? সেখানেই দর্শকের প্রশ্ন, আর তা জানতে হলে দেখতে হবে এই ছবি।
advertisement
দেখুন ট্রেলার---
পওলা হকিন্সের বিখ্যাত সাহিত্য, "দ্য গার্ল অন দ্য ট্রেন" অবলম্বনে এই ছবির প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক রিভু। উল্লেখ্য, আর আগেও এই সাহিত্য নিয়ে ছবি তৈরি করা হয়েছে হলিউডে। সেখানে মুখ্য অভিনয় ছিলেন এমিলি ব্লান্ট। মদ্যপ, ডিভোর্সি এবং অ্যামনেশিয়ায় আক্রান্ত এক নির্বিকার মহিলা, যে কিছুতেই অতীতের কিছু কথা মনে করতে পারছিলেন না। কিছু ভুলে থাকতে চাইলেও, সেটা ভুলতে পারছিলেন না। নিজের সাজানো সংসার হঠাৎ ভেঙে যাওয়ায় তিনি বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন। অবশেষে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন এমিলি। সেই মদ্যপ মহিলার ভূমিকাতেই এ বার দেখা যাবে বলিউডের পরিণীতি চোপড়াকে।