স্বামীর শেষকৃত্যে সর্বক্ষণ তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন মন্দিরা । কাঁধ দেন স্বামীর মরদেহে । শ্মশানে তাঁর শেষযাত্রার সঙ্গী হন । মাস্কের আড়ালেও মন্দিরার আকুল কান্না নজর এড়ায়নি কারও । ২২ বছরের সঙ্গীকে এ ভাবে হঠাৎ বিদায় জানাতে হবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি মন্দিরা ।
স্বামীর মৃত্যুর পর থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন মন্দিরা । সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন না তিনি । ইনস্টাগ্রামের ছবি বদলে আঁধার কালো করে দেন । অবশেষে ৫ দিন বাদে ইনস্টায় রাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন । সঙ্গে ভাঙা হৃদয়ের ইমোজি । এরপর মঙ্গলবার, ট্যুইটারে দু’জনের একটি সুন্দর ছবি পোস্ট করে লেখেন ‘রেস্ট ইন পিস আমার রাজি’, সঙ্গে ভাঙা হৃদয়ের ইমোজি ।
advertisement
১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী মন্দিরা বেদীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ । তাঁদের জুটি ছিল বলিউডের দীর্ঘমেয়াদি জুটি গুলির অন্যতম । ২০১১, ১৯ জুন ছেলে ভীরের জন্ম । এরপর গত বছর অক্টোবর মাসে ৪ বছরের কন্যা সন্তান তারা’কে নিজেদের পরিবারে নিয়ে আসেন মন্দিরা-রাজ । দুই ছেলেমেয়ে নিয়ে সুখে কাটছিল তাঁদের জীবন । হঠাৎই ছন্দপতন ।