ওয়াজিদের মৃত্যুর কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ এর আগেও একবার কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়াজিদ ৷ সে বার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর ফেরা হল না ৷
advertisement
ওয়াজিদের অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গিয়েছে।’’
সলমন খানের অন্যতম প্রিয় সঙ্গীত পরিচালক জুটি ছিলেন সাজিদ-ওয়াজিদ। সলমনের ছবি দাবাং ৩-এর মিউজিক লঞ্চে শেষবার দেখা গিয়েছিল ওয়াজিদকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 01, 2020 7:29 AM IST
