TRENDING:

বলিউডে ফের ইন্দ্রপতন, প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

Last Updated:

মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একের পর এক দুঃসংবাদ ৷ বলিউড ফের ইন্দ্রপতন ৷ জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান প্রয়াত ৷ রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি ৷ বয়স হয়েছিল ৪২ বছর ৷
advertisement

ওয়াজিদের মৃত্যুর কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ এর আগেও একবার কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়াজিদ ৷ সে বার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর ফেরা হল না ৷

advertisement

ওয়াজিদের অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গিয়েছে।’’

সলমন খানের অন্যতম প্রিয় সঙ্গীত পরিচালক জুটি ছিলেন সাজিদ-ওয়াজিদ। সলমনের ছবি দাবাং ৩-এর মিউজিক লঞ্চে শেষবার দেখা গিয়েছিল ওয়াজিদকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে ফের ইন্দ্রপতন, প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল