১ লক্ষ টাকার বন্ডে আরিয়ান খানের জামিনদার হয়েছিলেন শাহরুখের বন্ধু-আইপিএল দলের পার্টনার এবং অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। ছেলেকে জেলেকে আনতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখও। কিন্তু সময় মতো বিশেষ আদালতে পৌঁছল না আরিয়ানের জামিনের নথি। সঙ্গে আর্থার রোড জেল থেকে বিকেল সাড়ে পাঁচটার পরে কাউকেই জামিনে বের হতে দেওয়ার নিয়ম নেই। যার জেরে শুক্রবার রাতটাও জেলেই কাটাতে হবে আরিয়ানকে।
advertisement
আরও পড়ুন: 'জেলে শুধু বিস্কুট খেয়ে কাটিয়েছে আরিয়ান', ছেলের মুক্তির পর শাহরুখের প্রথম ছবি প্রকাশ্যে!
জামিনের নির্দেশের পরেও বেশ কিছু নিয়মকানুন থাকে। যার মধ্যে অন্যতম বম্বে হাই কোর্টের জামিনের রায়ের একটি কপি জমা দিতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। তার পরে বিশেষ আদালত আরিয়ানের রিলিজ অর্ডার জারি করবে। সেই নথি আবার আর্থার রোড জেলের বাইরে 'বেল বক্স'-এ নিয়ে যেতে হবে। সেখানে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তা পৌঁছতে হবে। জানা যাচ্ছে, মাদক সংক্রান্ত বিশেষ আদালতে সময় মতো পৌঁছয়নি আরিয়ানের সেই রায়ের কপি। ফলে আবার আটকে গেল আরিয়ানের বাড়ি ফেরা।
আরও পড়ুন: আরিয়ানের জামিন হতেই মন্নত-এর সামনে আতসবাজি পুড়িয়ে শাহরুখের ভক্তদের উচ্ছাস
আরও পড়ুন: ১ লক্ষ টাকার বন্ডে সই করে আরিয়ানের জামিনদার জুহি চাওলা, তবুও ফেরা হল না শাহরুখ-পুত্রের...
টানা তিন সপ্তাহ জেলে থাকার পরে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিন পান শাহরুখ পুত্র (Aryan Khan bail)। নিম্ন আদালতে একাধিক বার খারিজ হয়ে গিয়েছিল আরিয়ান খানের জামিনের আবেদন। তার পরেই তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন এবং অবশেষে জামিন পান আরিয়ান (Aryan Khans Release Delayed | Mumbai Drugs Case)। খবরটি প্রকাশ্যে আসার পরই শাহরুখ খানকে (Shah Rukh Khan) শুভেচ্ছা জানাতে শুরু করে বলিউডের অন্য তারকারা। তেমনই মন্নতের বাইরে ভিড় করে অভিনেতার হাজার হাজার ভক্ত। বাড়ির বাইরে যেন অকাল দিওয়ালি পালন করলেন তাঁরা।