বেশ কিছু দিন ধরেই দুবাইতে রয়েছেন অভিনেত্রী। সেখানকার একাধিক ছবি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সম্প্রতি এক ভিডিওয় তাঁকে বাঘের ছানাকে খাওয়াতে দেখা যায়। ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে, যথেষ্ট ভয় পাচ্ছেন তিনি। কিন্তু বাঘের ছানার সঙ্গে দেখা করে তিনি দারুণ খুশি বলে জানিয়েছেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ও মাত্র ১০ মাসের। আমি একটু ভয়ে ছিলাম (আসলে অনেকটাই) কিন্তু ওর সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি।
advertisement
অভিনেত্রীকে ছবিতে একটি সাদা রঙের ট্রাউজার ও কালো রঙের ব্লেজারে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁর অনুরাগীদের পছন্দ হয় সেটি। টেলিভিশন জগতের অনেকেও ভিডিও লাইক করেন। টেলিভিশন অভিনেত্রী রকশন্দা খান (Rakshanda Khan) কমেন্টে লেখেন, এই ১০ মাসেই বাঘটি যদি এত বড় হয়, তা হলে আশা করি আর ১০ মাস পর দেখা করলে তুমি এমন খুশি হতে না।
তিজয় সাধু (Teejay Sidhu) একটি ওয়াও ইমোজি দিয়েছেন। বাকি অনেকেই হার্ট ইমোজি দিয়েছেন।
https://www.instagram.com/imouniroy/?utm_source=ig_embed
এই ভিডিওটি পোস্ট করার আগে তিনি অ্যানিমাল পার্কের একটি ভিডিও'ও পোস্ট করেছিলেন। যেখানে জিরাফ শাবক ও টোকান শাবকদের খাওয়াতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লেখেন, বেস্ট ডে উইথ বিউটিফুল বেবিস। এই ভাবে এত সুন্দর সুন্দর পশু-পাখিদের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য অ্যানিমাল পার্ক অথরিটিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
https://www.instagram.com/imouniroy/?utm_source=ig_embed
কিছু দিন আগে মৌনি রায় সংবাদ শিরোনামে উঠে আসেন অন্য আরেক কারণে। শোনা যায়, এ বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। দুবাইয়ের এক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার (Suraj Nambiar)-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলি-সুন্দরী।
কানাঘুষো শুরু হয়, লকডাউনে দিদি-জামাইবাবুর সঙ্গে দুবাইয়ে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি একটি ভিডিওয় সুরজের বাবা-মা'কে, বাবা-মা বলে ডাকতে দেখা যায় তাঁকে। তার পর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়।
যদিও এ বিষয়ে সুরজ, মৌনি বা তাঁদের পরিবারের তরফ থেকে কিছু জানা যায়নি!