পুলিশ জানিয়েছে, চারজন গুজব ছড়িয়েছে যে প্রয়াত অভিনেতা সুশান্তের সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতোই মোহিতের জীবনও সঙ্কটে রয়েছে। এই চারজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, মানুষের কাছে মিথ্যা তথ্য পরিবেশন এবং টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানায়। অন্য দিকে, গত এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। যদিও এখন তিনি সুস্থ বলে জানা যায়। মোহিত রায়না তাঁর Instagram-এ এই প্রসঙ্গে লেখেন "গত মাস থেকে যে রাজ্যে আছি, সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কোভিড ১৯ পজিটিভ হওয়ার পর থেকেই আমি নিরাপদে রয়েছি। প্রতি দিন আমাকে নিয়ে তাঁদের আবেগ দেখেছি। আমরা ঠিক আছি কারণ তাঁরা আছেন। আমরা কেবল বাড়ির ভেতরেই থাকতে পারি। দেখা হবে অন্য কোথাও।"
advertisement
ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা কাজ করেছেন, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, মিসেস সিরিয়াল কিলার (Mrs.Serial Killer)-এর মতো বেশ কিছু হিট সিনেমায়। বর্তমানে ডায়না পেন্টির (Daina penty) সঙ্গে শিদদত ( Shiddat) ছবির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়াও কাফির (Kaafir) ওয়েব সিরিজে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জয় করে।
দীর্ঘ দিন 'দেবোঁ কি দেব মহাদেব' ধারাবাহিক করার সময় কো-স্টার মৌনি রায়ের (Mouni Roy) সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে পরবর্তীতে সেই সম্পর্ক আর বেশি দূর এগোয়নি।