TRENDING:

শাহিদের ছেলে মেয়ের প্রয়োজন নেই কোনও ন্যানির! দেখুন কিভাবে সামলান তিনি বাচ্চাদের!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শাহিদ কাপুর বলিউডের নাম করা অভিনেতাদের মধ্যে একজন। শাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল করিনা কাপুরের। সব সম্পর্ক ভেঙে শাহিদ বিয়ে করলেন মীরা রাজপুতকে। করিনাও সইফকে বিয়ে করে এখন তৈমুরের মা। এদিকে শাহিদের এক ছেলে ও এক মেয়ে। শাহিদের মেয়ের নাম মিশা কাপুর। আর ছেলে জইন কাপুর। তবে করিনা যখনই তাঁর ছেলেকে নিয়ে বাইরে যান সঙ্গে থাকেন তাঁর ন্যানি। যেই ন্যানির বেতন লক্ষাধিক। কিন্তু শাহিদের ক্ষেত্রে ব্যাপারটা একে বারে উলটো।
advertisement

সম্প্রতি শাহিদ ও মীরাকে দেখা গেল এয়ারপোর্টে। সঙ্গে তাঁদের দুই ছেলে মেয়ে। কিন্তু কোনও ন্যানি নেই। তাঁরা নিজেদের ছেলে ও মেয়েকে কোলে নিয়ে হেঁটে গেলেন। তাঁদের কোনও ন্যানির প্রয়োজন হয় না। তাঁরা নিজেরাই সামলে নেন নিজেদের বাচ্চাদের। শাহিদ মীরা আসলে চান সন্তানকে সব সময় আগলে রাখতে।

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহিদের ছেলে মেয়ের প্রয়োজন নেই কোনও ন্যানির! দেখুন কিভাবে সামলান তিনি বাচ্চাদের!