TRENDING:

৯ বছর পর প্রমাণিত হল পাক অভিনেত্রী মীরা বিবাহিতই ছিলেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহৌর: তাঁর শরীরী বিভঙ্গ আর উষ্ণ আবেদনে পাকিস্তানের পাশাপাশি মজেছিল ভারতও ৷ এর পাশাপাশি সিলভার স্ক্রিনে তাঁর বোল্ড অবতারের জন্যও কম বিতর্ক ছড়াননি তিনি ৷ একটা সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাক অভিনেত্রী ইরতিজা রুবার ৷ তিনি পরিচিত মীরা নামেই ৷ এমনকী অস্মিত পটেলের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর ৷
advertisement

আজ থেকে ন’বছর আগে লাহৌরের ব্যবসায়ী আতিকুর রহমান দাবি করেছিলেন ৷ এ নিয়ে একটি মামলাও করেছিলেন তিনি ৷ কিন্তু মীরা তা অস্বীকার করেছিলেন।

অবশেষে লাহৌর আদালত রায় দিয়েছেন আতিকুর রহমানের সঙ্গেই মীরার বিয়ে হয়েছিল। এবং আতিকুর রহমান তার ও মীরার যে নিকাহনামা দেখিয়েছেন তা খাঁটি এবং বৈধ। মীরা তাঁর বিরুদ্ধে নিকাহনামা জালিয়াতির যে অভিযোগ এনেছিলেন তাও খারিজ করে দেন আদালত।

advertisement

তাঁদের বিয়ের নিবন্ধন করেছিলেন আহমেদ আলি সাজিদ নামের যে কাজী তার সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

এই রায়ের ফল দাঁড়াল এই যে, অভিনেত্রী মীরা এখনো আইনগতভাবে আতিকুর রহামানের স্ত্রী। ফলে ক্যাপ্টেন নাভিদের সঙ্গে মীরার যে বিয়ে হয়েছে তা আইনগতভাবে প্রশ্নে মুখে পড়ল। ক্যাপ্টেন নাভিদের সঙ্গে একটি ‘বিতর্কিত ভিডিও ক্লিপ’ প্রকাশের পর তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন মীরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/বলিউড/
৯ বছর পর প্রমাণিত হল পাক অভিনেত্রী মীরা বিবাহিতই ছিলেন