TRENDING:

রণবীর সিং ‘সংক্রামক’, এ কী কথা বিশ্ব সুন্দরী মানুষীর মুখে !

Last Updated:

আজ নায়কের জন্মদিন ৷ সেই বিশেষ দিনেই রণবীর সিংহ সম্বন্ধে এ কী কথা বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের মুখে ? রণবীরকে সপাটে সংক্রামক হলে দিলেন তিনি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজ নায়কের জন্মদিন ৷ সেই বিশেষ দিনেই রণবীর সিংহ সম্বন্ধে এ কী কথা বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের মুখে ? রণবীরকে সপাটে সংক্রামক হলে দিলেন তিনি ?
advertisement

আসলে নায়কের প্রশংসা করতে গিয়েই এমন কথা বলেছেন মানুষী ৷ সদ্যই একটি পোশাক বিক্রেতা ওয়েবসাইটের বিজ্ঞাপন করেছেন মানুষী ও রণবীর ৷ বাজিরাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পরেই একেবারে অভিভূত হয়ে পড়েছেন বিশ্বসুন্দরী ৷ মানুষী বলেছেন, ‘‘রণবীরের সঙ্গে কাজ করাটা একেবারেই আলাদা রকম অভিজ্ঞতা ৷ আর আমি সেই ওয়ান অ্যান্ড অনলি রণবীরের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি ৷’’ শুধু তাই নয়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনয় নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে মানুষী বলেন, এই অভিজ্ঞতার তুলনা নেই, কারণ রণবীরের শক্তি আর উজ্জ্বল্য সংক্রামক ৷ যা ভাসিয়ে নিয়ে যায় ৷’’ পাশাপাশি এই বিজ্ঞাপনে অভিনয়ের সঙ্গে দারুণ মজাও করেছেন বলে জানান মানুষী ৷

advertisement

আরও পড়ুন: মৌনি রায়কে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিলেন অক্ষয় কুমার !

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর সিং ‘সংক্রামক’, এ কী কথা বিশ্ব সুন্দরী মানুষীর মুখে !