ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এরকম দুর্ভাগ্যজনক, মর্মান্তিক খবর পেয়ে আমি সত্যিই শকড্, শোকার্ত ৷ সুশান্ত সিং রাজপুত প্রয়াত ৷ ওর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷’
রবিবার সকালে মাত্র ৩৪ বছরে নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের৷ মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমাণ, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷
প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷
বিহারের পুর্ণিয়ার ছেলে সুশান্ত সিং অভিনয় জগতে পা রাখেন ছোট পর্দা থেকেই ৷ তাঁর অভিনীত কিস দেশ মে হ্যায় মেরা দিল, পবিত্র রিস্তা- থেকে ঘরে ঘরে সবাই চিনতে শুরু করেন সুশান্ত সিং রাজপুতকে ৷ টেলিভিশনে প্রভূত জনপ্রিয়তার পর ‘কাই পো চে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু ৷ তারপর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ এমএস ধোনি, ব্যোমকেশ বক্সীর মতো ব্লকব্লাস্টারের নায়ক ছিলেন সুশান্ত ৷ বলিউডে নিজের অভিনয় দিয়ে এক স্বকীয় পরিচয় তৈরি করেছিলেন তিনি ৷ পিকে-তে আমির ও অনুষ্কার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছিলেন শারফারাজ সুশান্ত ৷
বড় পর্দায় তাঁর শেষ ছবি ‘ছিঁছোড়ে’ ৷ তবে নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’-এ তাঁকে দেখা গিয়েছিল শেষবার ৷ এছাড়াও বহু বিজ্ঞাপনের মুখ ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
একমুহূর্তে থমকে গিয়েছে বলিউড ৷ এখনও যেন বলিউড বিশ্বাস করতে পারছে না বি-টাউনের এমএস ধোনি আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের এমন পরিণতিতে হতবাক সকলে ৷ ট্যুইটার, ফেসবুক, ইনস্টা ছেয়ে গিয়েছে শোকবার্তায় ৷ প্রত্যেকের মুখে একটাই কথা, ‘এখনও বিশ্বাস করতে পারছি না’ ৷