ছবিতে দেখা যাচ্ছে, হাতে গ্লাস নিয়ে অর্জুনের কপালে চুমু এঁকে দিচ্ছেন মালাইকা। আর এই ছবিটি তুলে দিয়েছেন উল্টোদিকে বসে থাকা করিনা কাপুর খান। কারণ, অর্জুনের পোস্টের পর তিনি, সেখানে কমেন্টে ছবির সৌজন্য হিসেবে তাঁর নাম দিতে বলেছেন। লিখেছেন, 'আমি ছবি সৌজন্য চাই অর্জুন কাপুরজি'। ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা ও অর্জুন। এর আগে সলমান খানের ভাই অভিনেতা-পরিচালক আরবাজ খানের সঙ্গে বিয়ে করেছিলেন মালাইকা। ১৯ বছর পর তাঁরা ২০১৭ সালে বিবাহ-বিচ্ছেদ করেন।
advertisement
১৮ বছরের তাঁদের ছেলে রয়েছে আরহান। পড়াশোনার জন্য বিদেশে থাকেন তিনি। আপাতত অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন মালাইকা। একটি ডান্স রিয়ালিটি শো-তে বিচারক হিসেবে দেখা যায় তাঁকে। মালাইকার ঝুলিতে বিখ্যাত কয়েকটি গান ও নাচের কৃতিত্ব রয়েছে। তালিকায় রয়েছে, ছাঁইয়া ছাঁইয়া, মুন্নি বদনাম, আনারকলি ডিস্কো চলি ও হ্যালো হ্যালো। সুপারমডেল অফ দ্য ইয়ার ২ সিজনেও তাঁকে দেখা যাবে বিচারকের আসনে।
অন্যদিকে, অর্জুন কাপুরকে শেষ দেখা গিয়েছে সইফ আলি খানের সঙ্গে ভূত পুলিশ ছবিতে। তার আগে সন্দীপ অওর পিঙ্কি ফরার ছবি করেছেন অর্জুন। তাঁর অভিনয় দর্শকমনে জনপ্রিয়তা পেয়েছে। এর পর কৃতী শ্যানন, সঞ্জয় দত্তের সঙ্গে পানিপত ছবিতে দেখা যাবে অর্জুনকে।
আরও পড়ুন: প্রভাসের জন্মদিনে সামনে এল 'রাধে শ্যাম'-এর টিজার, সব জেনেও চুপ করে 'বিক্রমাদিত্য'!