ছেলের চুল কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাধুরী লিখেছেন, 'সব নায়কেরাই টুপি পরেন না। কিন্তু আমারজন পেরেছে। জাতীয় ক্যান্সার দিবস উপলক্ষে আমি বিশেষ কিছু শেয়ার করতে চাই। রায়ান কেমো নিতে থাকা ক্যান্সার আক্রান্তদের দেখে ভেঙে পড়েছিল। যা সবের মধ্যে দিয়ে তাঁদের যেতে হয়, ফলে তাঁদের চুল পড়ে যায়। আমার ছেলে নিজেই চুল দান করবে বলে ক্যান্সার সোসাইটিকে ফোন করেছিল। ওর সিদ্ধান্তে আমরা অভিভাবকেরা হতবাক হয়ে গিয়েছি।'
advertisement
মাধুরী আরও জানিয়েছেন, 'নিয়ম অনুযায়ী প্রদান করার জন্য প্রায় ২ বছর লেগেছে রায়ানের চুল বাড়াতে। আর এটা শেষ পদক্ষেপ ছিল। আমরা গর্ব সহকারে দাঁড়িয়ে আজ'। মাধুরীর ছেলের এমন কীর্তিতে উচ্ছ্বসিত বলিউডের অনেকেও। শিল্পা শেট্টি, ফারহা খানের মতো অনেকেই মাধুরীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় মাধুরীর এই পোস্টে তাঁর হাজার হাজার ভক্তও কমেন্ট করেছেন। ১৯৯৯ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছিলেন মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে। তাঁদের দুই ছেলে রয়েছে, অরিন (১৮) ও রায়ানের জন্ম ২০০৫-এর মার্চে।
আরও পড়ুন: বুক ফাটে তবু মুখ ফোটে না, ভালোবাসি বলতে হোঁচট খায় এই রাশির জাতক-জাতিকারা!
আরও পড়ুন: করোনা আক্রান্ত আরিয়ান খান? NCB-র ডাকে হাজিরা দিলেন না শাহরুখ-পুত্র!
কাজের দিক থেকে বহুদিন ছবি করছেন না মাধুরী। শেষ তাঁকে করণ জোহরের 'কলঙ্ক' ছবিতে দেখা গিয়েেছ। খুব শীঘ্রই বলিউডে ফিরছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।