ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কুনাল খেমু অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘অভয় টু’-র (Abhay 2) একটি দৃশ্যে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ব্যবহার হয়েছে ক্ষুদিরাম বসুর ছবি ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ব্যবহার হয়েছে ৷ ওটিটি প্ল্যাটফর্মের এই জনপ্রিয় সিরিজের দৃশ্যটি নিয়েই উঠেছে প্রবল সমালোচনার ঝড় ৷ দৃশ্যটি দেখা গিয়েছে থানায় বসে সন্দেহভাজন ব্যক্তিকে জেরা করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু (Kunal Khemu) ৷ পাশেই থানার দেওয়ালে অপরাধীদের ছবি আঁকা বোর্ডে লাগানো ক্ষুদিরাম বোসের চিরপরিচিত ছবিটি ৷ বাঙালি দর্শকদের তাঁকে চিনতে বিশেষ সময় লাগেনি ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাঙালি দর্শকেরা ৷ সেই দৃশ্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় লাগাতার শেয়ার করে চলে প্রতিবাদ ৷
advertisement
বাঙালি বিপ্লবী বলেই কি এমন একটা মারাত্মক ভুল চোখ এড়িয়ে গিয়েছে প্রোডাকশন টিমের? নাকি ব্যাপারটি চিহ্নিত হওয়ার পরও বাঙালি বলেই অবহেলা, কোনও ক্ষমা চাওয়ারও উদ্যেগ নেওয়া হয়নি ৷ অথচ সবথেকে আশ্চর্যের বিষয় এই সিরিজের পরিচালকও একজন বাঙালি ৷ তবুও প্রশ্নের উত্তর চান নেটিজেনরা ৷ জনৈক সৈয়দ নাজিয়া হাসান ওই দৃশ্যের ছবিটি ট্যুইট করে লিখেছেন, ‘ওয়েব সিরিজ ‘অভয় টু’-তে দাগী অপরাধীর তালিকায় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি । (অবশ্য সিবিএসই কিংবা আইসিএসই-র পড়ুয়ারা ক্ষুদিরামকে চেনেন না।) তবে এখানে যদি আন্নাদুরাই, এমজি রামচন্দ্রণ কিংবা এনটি রামা রাওয়ের ছবি থাকত তাহলে দক্ষিণ ভারত কতটা ক্ষোভে ফেটে পড়ত বলুন তো!’ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভয় টু-এর সেই দৃশ্য ৷ প্রতিবাদে, ক্ষোভে ফেটে পড়ছেন বাঙালি নেটিজেনরা ৷ অবিলম্বে দৃশ্যটি তুলে নিয়ে নির্মাতাদের ক্ষমা চাওয়ার দাবি উঠেছে ৷ উঠেছে ওটিটি প্ল্যাটফর্মটি ব্যানের দাবি ৷ ট্যুইটারে হ্যাশ ট্যাগ দিয়ে চলছে প্রচার ৷
তবে এখনও এব্যাপারে ওটিটি প্ল্যাটফর্মটির বা অভয়-২-এর মেকার-পরিচালক কেন ঘোষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷