উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিলই একটি পোস্ট করেছিলেন অনুমপ খের ৷ সেই পোস্টে তিনি জানিয়ে ছিলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ খের ৷ তবে আপাতত অভিনেত্রী সুস্থ আছেন বলেই খবর ৷ ট্যুইট করে একটি ভিডিওর মাধ্যমে সেকথা জানিয়েছিলেন অনুপম। সঙ্গে নিজের অনুরাগী ও জনসাধারণের উদ্দেশে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন কঠিন সময়ে তাঁর ও কিরণের পাশে থেকে ভরসা জোগানোর সুবাদে।
করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি ও স্ত্রী কিরণ সম্পর্কে বলতে গিয়ে সম্প্রতি অভিনেতা অনুপম খের জানিয়েছেন, তাঁর স্ত্রী তথা অভিনেত্রী কিরণ আগের তুলনায় এখন ভাল আছে। প্রায়ই তিনি করোনা পরিস্থিতি এবং লকডাউনের সমস্যা নিয়ে নানা উদ্বেগ প্রকাশ করেন। এমন কিছু দিন আছে যখন তিনি ইতিবাচক থাকেন এবং তারপরে এমন কিছু দিন আসে যখন কেমোথেরাপি তার ওপর ভিন্নভাবে প্রভাব পড়ে। আমরা সকলেই যথাসাধ্য চেষ্টা করছি এবং তিনিও সেটা করছেন। চিকিৎসকরা তাদের কাজটি করেন, তবে এইরকম কঠিন চিকিৎসার জন্য নিজের মানসিক অবস্থাকে শক্তিশালী রাখতে হয়। তিনি সে দিকে সর্বাত্মক চেষ্টা করছেন এবং আমরাও তাই করছি’।